ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারলেন না বিহারের নতুন শিক্ষামন্ত্রী

জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারলেন না বিহারের নতুন শিক্ষামন্ত্রী
জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারলেন না বিহারের নতুন শিক্ষামন্ত্রী

বেঙ্গলি পোর্টাল: বিহারে পুনরায় প্রত্যাবর্তন ঘটেছে নীতীশ কুমারের সরকারের। এর মধ্যেই নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে নিয়ে অস্বস্তিতে পড়তে হল তাঁর সরকারকে। নীতীশের দল জেডিইউয়ের নেতা মেওয়ালাল চৌধুরীর এক পুরনো ভিডিও নতুন করে শেয়ার করেছে আরজেডি। তাতে দেখা যাচ্ছে তিনি দেশের জাতীয় সঙ্গীতও ঠিক করে গাইতে পারছেন না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে প্রবলভাবে।

তেজস্বী যাদবের দলের তরফে ওই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয় আগামী বুধবার। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কুর্তা-পাজামা, গেরুয়া জ্যাকেট ও গান্ধী টুপি পরিহিত মেওয়ালাল জাতীয় সঙ্গীত গাইছেন। কিন্তু বহু শব্দেরই উচ্চারণ ভুল করছেন তিনি। কেবল তাই নয়, অন্য শব্দও ইচ্ছেমতো বসিয়ে দিচ্ছেন গানের লাইনে। এভাবেই কোনও মতে গান শেষ করেন তিনি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বিহারের এই নতুন মন্ত্রীমশাইয়ের পুরনো এই ভিডিওকেই ‘অস্ত্র’ বানিয়ে আরজেডির তোপ, ‘‘বিহারের শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী, যিনি বহু দুর্নীতি মামলার অভিযুক্ত, তিনি তো জাতীয় সঙ্গীতটাও ঠিক করে জানেন না। নীতীশ কুমারজি, লজ্জার আর কিছু বাকি আছে? বিবেকটা কোথায় ডুবিয়ে দিলেন?’’

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল

এটি দেখে মেওয়ালালের মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। এই ধরনের নেতারা দেশ, রাজ্য তথা গোটা সমাজের জন্যই কলঙ্কের বলেও সমালোচনা করেন কেউ কেউ। এমনকী, দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে তাঁকে দল থেকে বহিষ্কৃতও করা হয়। কিন্তু পরে আবার দলে ফিরে আসেন তিনি। আর এবার শিক্ষামন্ত্রীর পদও পেয়ে গেলেন।এবার এটাই দেখার মেওয়ালাল তার দায়িত্ব কিভাবে সামলান সেইদিকেই লক্ষ্য থাকবে বিহারবাসীর।

Leave a Reply