ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে থিয়েটার আসছে বাড়ির ড্রইংরুমে

এবার টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে থিয়েটার আসছে বাড়ির ড্রইংরুমে
এবার টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে থিয়েটার আসছে বাড়ির ড্রইংরুমে

বেঙ্গলি পোর্টাল: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে থিয়েটার এবার বাড়িতে বসেই দেখা যাবে, এমনটা কোনওদিন কেউ কখনো ভাবতে পারিনি। কিন্তু এটা স্বপ্ন হলেও সত্যি। করে দেখাচ্ছেন ‘টলিউড ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্টার জলসার জলসা মুভিজে ১৫ নভেম্বর রাত ৮টায় আসতে চলেছে থিয়েট্রিক্যাল সিনেমা। যেখানে চার দিনে দেখানো হবে চারটি মঞ্চ সফল নাটক। যেগুলি বড় পর্দায় ছবি হিসেবেও কিংবদন্তি। তালিকায় ‘অ্যান্টনি কবিয়াল’, ‘ব্যাপিকা বিদায়’, ‘জয় মা কালী বোর্ডিং’ এবং ‘শ্রীমতী ভয়ঙ্করী’।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এক ঘণ্টার থেকে একটু বেশি সময় ধরে চলবে এক একটি শো। যার শুরুটাই হচ্ছে ‘অ্যান্টনি কবিয়াল’ দিয়ে। মুখ্য চরিত্রে থাকছেন গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। ‘সৌদামিণী’ মঞ্চাভিনেতা শাঁওলি চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় ‘ভোলা ময়রা’। এ ছাড়াও দেখা যাবে নীল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তী-সহ এক ঝাঁক নামীদামি অভিনেতাকে।

আরও পড়ুন: সোহম-শ্রাবন্তীর সুপারহিট জুটি পা প্রথম রাখতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়

প্রসেনজিৎ জানালেন, ‘‘সিনেমা আর মঞ্চের স্বাদের যুগলবন্দি দর্শকেরা দেখতে পাবেন এই বিশেষ অনুষ্ঠানে।’’ চারটি নাটকই পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যাঁর দাবি, সিনেমা আর নাটককে এক ফ্রেমে ধরতে গিয়ে আগে প্রচুর রিহার্সাল আর পরে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটে। আগামী প্রজন্মের হাতে বাংলার বহুমূল্য সম্পদকে নতুন রূপে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে।

Leave a Reply