ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের সম্মুখে

দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের সম্মুখে
দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের সম্মুখে

বেঙ্গলি পোর্টাল: চলতি বছরে আইপিএল খেলে দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় আড়াই মাসের সফর রয়েছে ভারতীয় দলের। সেখানে ওয়ানডে, টি টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলে আগামী বছর অর্থাৎ 2021 সালে দেশে ফিরে আসবে ভারতীয় ক্রিকেট দল।

চলতি মাসের 27 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। আর এই সিরিজেই বিরাট কোহলির কাছে থাকছে নিজের রেকর্ড তৈরি করার সুবর্ণ সুযোগ। এই সিরিজে বিরাট কোহলি ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে, এছাড়াও অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংকে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 70 টি ইনিংস খেলে সচিন তেন্দুলকার করেছেন 9 টি সেঞ্চুরি অপরদিকে ইতিমধ্যে মাত্র 38 টি ইনিংস খেলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি করে ফেলেছেন আর 8 টি সেঞ্চুরি। অর্থাৎ এই সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে যদি একটি সেঞ্চুরি আসে তাহলেই তিনি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিয়মে বদল আনতে চলেছে আইসিসি

ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসেবে 41 টি সেঞ্চুরি করেছেন প্রাপ্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। অপরদিকে ইতিমধ্যেই সম-সংখ্যক সেঞ্চুরি করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই বলাই যায় কোহলির এই সাফল্যের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট মহল থেকে ক্রিকেট প্রেমীগন।

Leave a Reply