ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
Rate this post

[ad_1]

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

নেট দুনিয়ায় মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়। হাতে একটা মুঠোফোন থাকলেই কয়েক নিমেষেই ভিডিও গুলো পৌছে যায় দেশকাল সীমানার বাইরে।

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

করোনা ভাইরাসের জন্য যখন প্রত্যেকটি মানুষের জীবন বন্ধ ঘরের মধ্যে কার্যত গৃহবন্দি অবস্থায় কাটছে। তখন মানুষের জীবনের সাথে সাথে মনের অবস্থা ক্রমশ ক্ষতির দিকে যাচ্ছে।

আর এই রকম পরিস্থিতিতে ইউটিউব এর এই একেকটি ভিডিও মানুষের জন্য অক্সিজেন বহন করে নিয়ে আসে। কখনো কাউকে আনন্দ দিচ্ছে কখনো আবার কাউকে উৎসাহিত করছে তাদের কেউ নতুন করে কিছু শুরু করার জন্য।

আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও
আদরের বউ শুভশ্রীর জন্যে নিজে হাতে রান্না করছে রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, সেলিব্রেটিদের নানান রকম কীর্তিকলাপ থেকে শুরু করে নতুন নতুন প্রজন্মদের একটা প্রতিভার প্রকাশ করার অন্যতম প্লাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া।

এর মাধ্যমে সাধারন থেকে অতি সাধারণ, যাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা খুব সহজেই উঠে আসে সকলের মধ্যে। আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়। সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তাই তো মাঝে মধ্যেই নেট দুনিয়ায় উঠে আসে তাদের সমস্ত ভিডিও,ছবি,যা অনায়াসে দর্শকদের মন কেড়ে নেয়।তারা সেগুলো বেশ ভালোই উপভোগ করেন।

অভিনেতা শুভশ্রী গাঙ্গুলী কে তো আপনারা সবাই জানেন। শুভশ্রী গাঙ্গুলি হলেন একজন জনপ্রিয় টলিউড অ্যাক্ট্রেস, তার জন্ম হয়েছিল ৩ নভেম্বর ১৯৮৯ সালে। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি বাংলা সিনেমায় কাজ করেন। তিনি টলিউডের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। শুভশ্রী গাঙ্গুলী তার মা হওয়ার পর আবারো নিজের জীবন ভালো করে উপভোগ করার জন্য, মালদ্বীপে ঘুরতে গিয়ে নানা রকম হট নেস এ ধরা দিয়েছে শুভশ্রী গাঙ্গুলী।

ভালো খারাপ মিলিয়ে চোখের নিমেষে কিভাবে এতোগুলো দিন কেটে গেল আজও যেন বুঝে উঠতে পারেন না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৮-এর ১১ মে সারা জীবনের জন্য একে অপরের দায়িত্ব নিয়েছিলেন। আর সেই সিদ্ধান্ত যে জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত তা আজ সর্বসমক্ষে বললেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এইতো সেদিনের কথা, বাওয়ালি রাজবাড়ীতে এই টলিউড সাম্রাজ্যের এক রাজা ও রানীর বিয়ের সাক্ষী ছিল তিলোত্তমা। রাজ চক্রবর্তীর হাত থেকে সিঁদুর পরার পর অজান্তেই চলে এসেছিল শুভশ্রীর চোখে জল, পরিপূর্ণ হওয়ার জল। তারপর ভালোবাসায় খুনসুটিতে একে অপরের সঙ্গে কেটে গিয়েছে তিনটে বছর। যত দিন যাচ্ছে রাজ-শুভশ্রী যেন অনুভব করছেন ভালোবাসায় বোঝাপড়ার দায়িত্বর আসল সংজ্ঞা।

সাম্প্রতিক শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী আরেকটি ভাইরাল ভিডিও দেখা গেছে, যেখানে তারা বাড়ির ভিতরে একটি ভিডিও শুট করছিল। আর সেখানে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী রান্না করছে রান্না ঘরে। আর তারপরেই শুভশ্রী রাজকে জিজ্ঞাসা করলে কি রান্না হচ্ছে ? তখন রাজ চক্রবর্তী বলেন, বলা যাবে না এটা সিক্রেট। আর তারপর সবাই জিনিসটা মজার ছলে নিয়ে হাসতে শুরু করে। ভিডিও শেষে ইউভানকেও দেখানো হয়েছে। ভিডিওটি ইউটিউবে রয়েছে, MRtv Bangla নামক চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে। ৫ হাজারের উপর ভিউ পড়েছে এই ভিডিওটায় ও হাজার হাজার লাইক আছে। ভিডিওটি চটজলদি গিয়ে দেখে নিন।

[ad_2]

Leave a Reply