ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আমি বিশ্বের সেরা অফ-স্পিনার, মুরালি-নারিন নয়: গেইল

আমি বিশ্বের সেরা অফ-স্পিনার, মুরালি-নারিন নয়: গেইল
Rate this post

[ad_1]

স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। টি-২০ ক্রিকেটের যুগে বিনোদন দেওয়া ক্রিকেট খেলায় বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা তুঙ্গে। নিজেকে ‘ইউনিভার্স বস’ দাবি করলেও তার বিপক্ষে তেমন কেউ যাননি।

‘আপনি কি জানেন? আমার বোলিং সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফ-স্পিনার। মুরালি (মুত্তিয়া মুরালিধরন) নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমার ইকোনমি সেরা। এমনকি সুনীল নারিনও আমার ধারের কাছে নেই।’ ইউনিভার্স বস নামে খ্যাত ক্রিস গেইল নিজেকে বিশ্বের সেরা অফ-স্পিনার ঘোষণা দিয়ে এ কথাগুলোই নিজের মুখে বলেছেন।

আগামী মাসে ৪৩ বর্ষী হতে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটার মুরালিধরন ও নারিনের চেয়েও নিজেকে এগিয়ে রাখলেন। যদিও কথাগুলো তিনি স্রেফ ঠাট্টার ছলেই বলেছেন।

সংক্ষিপ্ততম ফরম্যাটে সর্বকালের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত হন। তার বোলিং দক্ষতাও কারোর অজানা নয়।

সব ধরনের টি-টুয়েন্টি ক্রিকেটে মুরালিধরনের উইকেট সংখ্যা ১৯২টি। ওয়েস্ট ইন্ডিজের নারিন নিয়েছেন ৫১৫ উইকেট। তাদের চেয়ে যোজন ব্যবধানে পিছিয়ে থাকা গেইল ১০৩টির বেশি উইকেট নিজের ঝুলিতে ভরেননি। পরিসংখ্যানই জানান দিচ্ছে, মুরালিধরন ও নারিনের ধারের কাছে গেইল নিজেই নেই।

[ad_2]

Leave a Reply