[ad_1]
তাপসী পান্নু ও অনুষ্কা শর্মার পর এবার ক্রিকেটারের ভূমিকায় নজর কাড়তে চলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।
ইদানিং সোশ্যাল সাইটে সেক্সি লুকেই ধরা দিতে বেশি পছন্দ করেন শ্রীদেবীকন্যা।তবে এদিন নায়িকাকে একেবারে ক্রিকেটারের লুকেই দেখল নেটিজেন।
আগামী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে ক্রিকেটারের ভূমিকাতেই দেখা যাবে জাহ্নবীকে।তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়িকা।
ভারতের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার দীনেশ কার্তিকের তত্বাবধানে ক্রিকেটের ট্রেনিং সারছেন তিনি।সেই ছবি নিজের সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন জাহ্নবী কাপুর।ক্রিকেটটা যে জাহ্নবী বেশ ভালোই খেলতে পারেন তা বলার অপেক্ষা রাখে না।
আনন্দ এল রাইয়ের প্রযোজনায় ‘গুড লাক জেরি’-র সেটে ক্রিকেট খেলেছিলেন তিনি।সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছিল সেই ছবি।
‘গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল ‘ছবির পর এই ছবিতেও পরিচালক শারণ শর্মার সঙ্গে কাজ করবেন অভিনেত্রী।’মিসেস মাহি’ ওরফে জাহ্নবীর বিপরীতে ‘মিস্টার মাহি’র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু করে দেবেন নায়ক নায়িকা।
VIDEO- #JanhviKapoor spotted at her cricket practice session today❤️#MrAndMrsMahi
Via @manav22 pic.twitter.com/ZygbXvevME— Janhvi Kapoor Universe (@JanhviKUniverse) October 4, 2022
[ad_2]