[ad_1]
দারুণ ফর্মে রয়েছেন ভারতের উইকেট-রক্ষক ও দলের অন্যতম ব্যাটার দীনেশ কার্তিক। ৩৭ বছর বয়সেও তার ব্যাট হাসছে চওড়া এখন।
দীনেশের জয়ধ্বনি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) খেলা চলাকালীন গ্যালারীতে থাকা দর্শকরা ‘ডিকে ডিকে’ গর্জন করলেই চড়াও হন মুরালি বিজয়।
প্রথমে এই ওপেনার দর্শকদের হাতজোড় করে থামতে বলেন। দর্শকরা তাতেও না থামায় মাঠের বিলবোর্ড টপকে গ্যালারীতে চলে যান মুরালি বিজয়। উঠেই এক দর্শককে থাপ্পড় মারেন বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এ সময় নিরাপত্তা কর্মীরা গ্যালারীতে এসে থামান।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দীনেশ কার্তিক। রয়েছেন দারুণ ফর্মেও। অন্যদিকে দুই বছর পর ক্রিকেটে ফিরেছেন মুরালি বিজয়।
যদিও ঘটনার বিষয়বস্তু ভিন্ন। কার্তিক-মুরালি দুজনেই ছিলেন বন্ধু। তবে কার্তিকের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান মুরালি। শেষ পর্যন্ত কার্তিকের স্ত্রীকে বিয়ে করে ঘরে তোলেন মুরালি বিজয়। এরপর থেকেই দুজনের দা-কুমড়ো সম্পর্ক।
পুনরায় জাতীয় দলের ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলেছেন বিজয়। টিএনপিএলের ফ্র্যাঞ্চাইজি রুবি ট্রিচি ওয়ারিয়রের হয়ে নেল্লাই রয়্যাল কিংসের বিরুদ্ধে ১২১ রানের দারুণ একটা ইনিংসও খেলেছেন বিজয়। এই ম্যাচেই ঘটে দর্শক পেটানোর কাণ্ড।
[ad_2]