[ad_1]




বিজ্ঞানী ভিনটন জি কার্ফকে ইন্টারনেটের জনক বা আবিষ্কারক বলা হয়। ইন্টারনেট আবিষ্কারের পর এটির সবথেকে যুগান্তকারী অবদান হল সোশ্যাল মিডিয়া। এই আধুনিক যুগে ঘরে বসে বিনোদনের মূলমন্ত্র হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।




সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, সেলিব্রেটিদের নানান রকম কীর্তিকলাপ থেকে শুরু করে নতুন নতুন প্রজন্মদের একটা প্রতিভার প্রকাশ করার অন্যতম প্লাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া।
এর মাধ্যমে সাধারন থেকে অতি সাধারণ, যাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা খুব সহজেই উঠে আসে সকলের মধ্যে। আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত।




বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়।
সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তাই তো মাঝে মধ্যেই নেট দুনিয়ায় উঠে আসে তাদের সমস্ত ভিডিও,ছবি,যা অনায়াসে দর্শকদের মন কেড়ে নেয়।তারা সেগুলো বেশ ভালোই উপভোগ করেন।
কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন রাজ-শুভশ্রী। ‘হাবজি গাবজি’ মুক্তির পর ছেলেকে নিয়ে সোজা জ্যামাইকা পৌঁছে গিয়েছেন এই সেলেব দম্পতি। ট্যুরে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেছেন পরিচালক ও অভিনেত্রী। এবারে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। ভিডিওতে দেখা যাচ্ছে তিনজনে একটি রেস্তোরাঁয় খেতে বসেছেন।
ইউভানকে দেখে একটি বাচ্চা মেয়ে এগিয়ে আসে। হাতে হাত মেলায় দুই খুদে। এরপরেই গালে চুমু একে দেন রাজ পুত্তুর ইউভান। বাচ্চা মেয়েটি ইউভানকে দেখে একবার করে তাকিয়ে হাসে, আবার হতে হাত মিলিয়ে চলে যায়। আসলে বাচ্চাদের মন মর্জি। এরা কখন হাসে, কখন রাগ করে বোঝা মুশকিল। আপনি যদি জ্যামাইকা যেতে চান তবে জেনে রাখুন, জ্যামাইকা ক্যারিবিয়ান সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল। মানুষ সী বিচে বসতে জ্যামাইকাতে আসে, কিন্তু অনেকে আসেন ডন রিভার ফ্লোস এবং মার্থা ব্রা নদীর উপরে রাফটিং, এবং হর্স রাইডিং করার মতো বিভিন্ন জায়গা আছে।
ঘুরতে পছন্দ করেন রাজ শুভশ্রী। সেইজন্যেই ইউভান হওয়ার পর থেকে নানান জায়গায় ঘুরতে গিয়েছেন এই সেলেব দম্পতি। একদিকে সংসার, অন্যদিকে কাজ দুটোই সমান তালে সামলান শুভশ্রী। এরই মাঝে একটু আধটু ট্যুর না হলে চলে? এই কাজ প্রসঙ্গে বলতে গেলে বলা যায়, এই মুহূর্তে অভিনেত্রীর ঝুলিতে অনেক প্রজেক্ট। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে ‘বিসমিল্লা’-র মত’ অসমবয়সী প্রেমের গল্প, যেখানে শুভশ্রীর বিপরীতে রয়েছেন ঋদ্ধি সেন। এছাড়াও মুক্তি পাবে ‘বৌদি ক্যান্টিন’, এই গল্পে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।
[ad_2]