ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

একজন অক্ষর প্যাটেল থাকায় খাদের কিনারা থেকে রক্ষা পেল ভারত, বীরত্বের অভিভুতে হতভম্ভ ক্রিকেট বিশ্ব!

একজন অক্ষর প্যাটেল থাকায় খাদের কিনারা থেকে রক্ষা পেল ভারত, বীরত্বের অভিভুতে হতভম্ভ ক্রিকেট বিশ্ব!
Rate this post

[ad_1]

বর্তমান উইন্ডিজ সফরে সিরিজ খেলছেন ভারতীয় জাতীয় দল। সেখানে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছেন শিখর ধাওয়ানের নেতৃত্বে। তার চমক দেখানো অধিনায়কত্বে তিন ম্যাচের দুই ম্যাচিই জয় পায় টিম ইন্ডিয়া।

সিরিজে প্রথম ম্যাচের নিষ্পত্তি হলো শেষ বলে। কাল দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চের কমতি ছিল না। হাতে ২ উইকেট রেখে শেষ তিন বলে ৬ রান দরকার ছিল ভারতের। এখান থেকে ছক্কা মেরে ভারতকে ম্যাচের সঙ্গে সিরিজও জিতিয়েছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩১১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় পারফরম্যান্সে এই রান তাড়া করে ২ উইকেটে জিতেছে ভারত।

প্রথম ওয়ানডেতে শেষ ১০ ওভারে ৯০ রানের সমীকরণ মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কাল রাতেও শেষ ১০ ওভারে প্রায় একই সমীকরণের সম্মুখীন হয় ভারত। দরকার ছিল ১০০ রান। একজন অক্ষর প্যাটেল থাকায় রক্ষা! ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাঁহাতি এই অলরাউন্ডার।

তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজও নিজেদের করে নিল শিখর ধাওয়ানের দল। ২৭ বলে অর্ধশতক তুলে নেন অক্ষর। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান।

কাইল মেয়ার্সের প্রথম তিন বল থেকে ২ রান নেন অক্ষর ও মোহাম্মদ সিরাজ। সমীকরণ নেমে আসে শেষ ৩ বলে ৬ রানে। চতুর্থ বলে মেয়ার্স ফুল টস মারেন। স্ট্রেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতান অক্ষর। তিনটি জুটিতে ভর করে তিন শ-র বেশি এই সংগ্রহ তাড়া করতে পেরেছে ভারত।

এই মাঠে ওয়ানডেতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও। ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে ২৭২ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কালকের ম্যাচের আগ পর্যন্ত এত দিন এটাই ছিল এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির।

ভারতের ওপেনিং জুটিতে ৬৬ বলে ৪৮ রান তোলেন শুবমান গিল ও ধাওয়ান জুটি। ৪৩ রান করেন শুবমান ও ১৩ রানে ফেরেন ধাওয়ান। চতুর্থ উইকেটে ৯৪ বলে ৯৯ রানের জুটি গড়েন শ্রেয়াস ও স্যামসন।

এরপর ষষ্ঠ উইকেটে দীপক হুদাকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৫১ রান তোলেন অক্ষর। মেয়ার্স ও আলজারি জোসেফ ২টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শাই হোপের নাম আসবে সবার আগে। ক্যারিয়ারের শততম ওয়ানডে খেলতে নেমে শতক তুলে নেন হোপ।

১৩৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডেতে নিজের শততম ম্যাচে শতকের দেখা পাওয়া দশম খেলোয়াড় হোপ। সর্বশেষ ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই নজির গড়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক ধাওয়ান।

৭৭ বলে ৭৪ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। জয়ের পর অক্ষর প্যাটেল বলেছেন, ‘যখন উইকেটে যাই ওভারপ্রতি ১০-১১ রান তোলার লক্ষ্য ছিল আমাদের। আইপিএলের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা সম্ভব।’

[ad_2]

Leave a Reply