ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এশিয়া কাপের যা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেটাই ঘটতে চলেছে ভারতের সঙ্গে, রোহিত-রাহুলদের রীতিমতো সাবধান করলেন কানেরিয়া

এশিয়া কাপের যা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেটাই ঘটতে চলেছে ভারতের সঙ্গে, রোহিত-রাহুলদের রীতিমতো সাবধান করলেন কানেরিয়া
Rate this post

[ad_1]

শেষ দুই বারের চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপে পা রেখেছিল ভারত। প্রত্যাশা ছিল শিরোপারই। কিন্তু সে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি ভারত। সুপার ফোরের দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে ফাইনাল না খেলেই। সেই দুঃস্মৃতি ভুলে সময় এখন সামনে তাকানোর। সামনেই যে বিশ্বকাপ।

তবে সেখানেও ভারতের অবস্থা ভালো হবে না। এশিয়া কাপের মতো শূন্য হাতেই ফিরতে হতে পারে বাড়িতে। রোহিত শর্মার ভারতকে এমন শঙ্কার কথাই শোনালেন সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া।

কেন আবারও ব্যর্থ হবে ভারত? কানেরিয়ার অভিমত, সে দায়টা পড়বে রোহিত শর্মা, লোকেশ রাহুল আর বিরাট কোহলির ওপর। তাদেরকে রীতিমতো সাবধান করে দিয়েছেন তিনি।

কানেরিয়ার অভিমত, আসছে বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ করবেন প্রথম তিন ব্যাটারই। কোহলি মাত্রই ফর্মে ফিরেছেন, তাই ভারতের অনেক কিছুই নির্ভর করবে রোহিত-রাহুলের ওপর। না হলে এশিয়া কাপের পরিণতি বিশ্বকাপেও ঘটবে ভারতের সঙ্গে।

ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এসে কানেরিয়া বলেছেন, ‘যদিও বিরাট কোহলি ফর্মে ফিরেছেন, তবু রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেও বড় রান করতে হবে। না হলে এশিয়া কাপের যা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেটাই ঘটতে চলেছে ভারতের সঙ্গে।’

ভারতের দল নির্বাচনও পছন্দ হয়নি সাবেক পাক স্পিনারের। আইপিএলে দারুণ গতি দিয়ে নজর কাড়া উমরান মালিককে কৌশলগত কারণে দলে রাখা উচিত ছিল ভারতের। নিদেনপক্ষে স্ট্যান্ডবাই হিসেবে হলেও। কেন, সে কারণটাও জানালেন তিনি।

কানেরিয়ার কথা, ‘ভারত উমরান মালিককে অন্ততঃ স্ট্যান্ডবাই হিসেবেও রাখতে পারত। কারণ, অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেট থাকবে। ফলে ভারতীয় ব্যাটারদের এমন একজন বোলারের বিরুদ্ধে অনুশীলন করার প্রয়োজন ছিল, যে ধারাবাহিকভাবে দ্রুত বল করতে পারে।’

[ad_2]

Leave a Reply