ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এশিয়া কাপের একাদশ থেকে পন্থের বাদ পরায় টুইটারে চর্চায় উর্বশী- বললেন ‘এবার দেখব মজা’

এশিয়া কাপের একাদশ থেকে পন্থের বাদ পরায় টুইটারে চর্চায় উর্বশী- বললেন ‘এবার দেখব মজা’
Rate this post

[ad_1]

ভারত-পাক মহারণে প্রথম একাদশে জায়গা হল না ঋষভ পন্তের। ভারত অধিনায়ক রোহিত শর্মা যখন রবিবার টস শেষে জানান ঋষভ পন্ত নন, কিপিংয়ের দায়িত্বে থাকছেন দীনেশ কার্তিক তাতে ভিরমি খাওয়ার জোগাড় ভক্তদের।

ধামেকেদার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তের জায়গা হয়নি দলে, এমনটা মানতে কষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের। এর মাঝেই টুইটারে ট্রেন্ডিং-এ উর্বশী রাউতেলা।

ঋষভ বাদ পড়ায় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে খুশি ব্যক্তি উর্বশী রাউতেলা- এমনটাই বলছে টুইটার। মাইক্রো ব্লগিং সাইট ছেয়ে গিয়েছে মজাদার মিমে।

কেউ লিখছেন, শ্যাম্পেনের বোতল খুলে এই জয় সেলিব্রেট করছেন উর্বশী, কেউ মজা করে লিখেছেন- উর্বশী বোধহয় আনন্দে রোলস রয়্যাস কিনে ফেলেছেন।

মাস কয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই-তেই মুখোমুখি হয়েছিল ভারত-পাক। সেই ম্যাচ দেখতে মাঠে হাজিরও ছিলেন উর্বশী। পন্তের ব্যাটিং চলাকালীন জায়েন্ট স্ক্রিনে নায়িকার মুখও ভেসে উঠেছিল।

তবে গত কয়েক মাসে দুজনের মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছে। আরও পড়ুন- ‘তোমার সম্মান বাঁচিয়ে দিলাম’, ফের পন্তকে খোঁচা উর্বশীর? ঝগড়ার যেন শেষ নেই!

একটা সময় কানাঘুষো শোনা যেত ক্রিকেটাক ঋষভ পন্তের সঙ্গে নাকি ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। রাত পার্টিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল দুজনকে। যদিও সেকথা প্রকাশ্যে কোনওদিনই স্বীকার করেননি দুজনে। এর মাঝে আমচাই সম্পর্কের অবনতি।

অন্যদিকে রবিবারই উর্বশীর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুমুল চর্চা। সেখানে লেখা, ‘আমি তোমার সম্মান বাঁচিয়ে দিলাম নিজের পক্ষের গল্পটা না বলে’। উর্বশী কি তবে ঋভষ পন্তকে উদ্দেশ করেই লিখেছেন এই লাইন? অন্তত তেমনটাই মনে করছেন ফ্যানেরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তোলেন উর্বশী। তিনি বলেন, নয়া দিল্লিতে এক ব্যক্তি হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা তাঁর জন্য অপেক্ষা করেছিলেন। ”

পুরো নামটি প্রকাশ্যে না আনলেও ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেই ব্যক্তিকে ‘আরপি’ বলে সম্বোধন করেন নায়িকা। দুয়ে দুয়ে চার করতে বেশি অসুবিধা হয়নি নেটিজেনদের।

এশিয়া কাপে ভারতীয় দলের এক নম্বর উইকেটকিপার ঋষভ পন্তকে বাদ দিয়ে কেন দীনেশ কার্তিককে দলে নেওয়া হল? এই প্রশ্নের উত্তর নেই ক্রিকেট বিশেষজ্ঞদের কাছেও। ম্যাচের ফল ভারতের পক্ষে না এলে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে যে কাঠগড়ায় তোলা হবে তা বলাই বাহুল্য।



[ad_2]

Leave a Reply