ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতলো আফগানিস্তান, শ্রীলঙ্কার দলে এই মারকাটারি খেলোয়াড়ের প্রবেশ ! দেখুন একাদশ

এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতলো আফগানিস্তান, শ্রীলঙ্কার দলে এই মারকাটারি খেলোয়াড়ের প্রবেশ ! দেখুন একাদশ
Rate this post

[ad_1]

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। এশিয়ার ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হচ্ছে আজ। শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম ম্যাচেই মরুর বুকে আফগানদের মুখোমুখি হবে লংকানরা। দুই দলই বেশ শক্তিশালী। লড়াই যে হবে সেটা অনুমেয়। তার আগে একবার চোখ বুলিয়ে নেয়া যাক দুই দলের শক্তিমত্তায়।

শক্তি অভিজ্ঞতার দিক থেকে আফগানদের চেয়ে ঢের এগিয়ে লঙ্কানরা। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি শিরোপাধারী দলের তালিকায় তারা আছে দুইয়ে। পাঁচবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে তারা।। ঐদিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে আছে আফগানরা।

আফগানদের দুই পাওয়ার ট্যাংক হতে পারেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। ওপেনিং জুটিতে এই দু’জন শুরুতেই যদি দাঁড়িয়ে যান তবে লংকান অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠবে। ঐদিকে বোলিং আক্রমণে আছেন রাশিদ খান ও মুজিবের মতো স্পিনার। দুবাইর পিচে লংকান ব্যাটারদের জন্য আতংক হতে পারে তারা।

পিচ স্পিন সহায়ক হলে সুবিধাটা পাবেন লংকানরাও। কারণ তাদেরও আছে ওয়ানিন্দু হাসারাঙ্গাও। যার টপ স্পিনে ঘায়েল হতে পারেন আফগান ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ে লংকানরা বরাবরই ভালো তবে তুরুপের তাস হতে পারেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে।

এই তো গেলো শক্তিমত্তার হিসাব। তবে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে টস। আমিরাতের মাটিতে টসজয়ী দলের ভাগ্য বরাবরই ভালো। তবে দিনশেষে ভালে খেলা দলই জয় নিয়ে ফিরবে। দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

শ্রীলঙ্কা প্রথম একাদশ

পথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজপাকসা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, অসিথা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে

আফগানিস্তান প্রথম একাদশ

নাজিবুল্লাহ জাদরান, হাজরাতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, উসমান গনি, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, নূর আহমদ, করিম জানাত

[ad_2]

Leave a Reply