ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এশিয়া কাপ থেকে বাদ পরেও রিজওয়ান – নওয়াজকে ফাইনালে টক্কর দিবেন বিরাট- ভুবনেশ্বর !

এশিয়া কাপ থেকে বাদ পরেও রিজওয়ান – নওয়াজকে ফাইনালে টক্কর দিবেন বিরাট- ভুবনেশ্বর !
Rate this post

[ad_1]

ছয় দল নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ ১৫তম আসরের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান-শ্রীলংকা। অর্থাৎ এই দুই দলের একটি দল উপভোগ করতে যাচ্ছে ট্রফির জয়ের স্বাদ। চলতি আসরে সেই স্বাদ ভোগ করার সুযোগ নেই ভারতের। তবে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনে পাক কিংবা লঙ্কানদের চেয়েও এগিয়ে ভারতীয় ক্রিকেটাররা।

ফাইনালের আগ পর্যন্ত ব্যাট-বলে সবার চেয়ে এগিয়ে ভারতীয়রাই। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। পাঁচ ম্যাচে ১৪৭ স্ট্রাইক রেট ও ৯২ গড়ে করেছেন ২৭৬ রান। যেখানে দুই অর্ধশতকের সাথে রয়েছে একটি শতক। অপরদিকে বল হাতে সবার উপরে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। পাঁচ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

ফাইনালের আগে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যারা।

এশিয়া কাপ থেকে বাদ পরেও রিজওয়ান - নওয়াজকে ফাইনালে টক্কর দিবেন বিরাট- ভুবনেশ্বর !

ব্যক্তিগত অর্জনে রিজওয়ান – নওয়াজরা ভারতীয়দের ছাড়িয়ে গেলে এশিয়া কাপের ট্রফি জয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তাদের। কেননা বিরাটকে ছাড়াতে রিজওয়ানের প্রয়োজন আরও ৫১ রান। অপরদিকে ভুবনেশ্বর কুমারকে টপকিয়ে টূর্ণামেন্ট সেরা বোলার হতে নওয়াজের প্রয়োজন ৪ উইকেট এবং শাদাবের ৫ উইকেট।

[ad_2]

Leave a Reply