[ad_1]
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় T২০ আন্তর্জাতিক ম্যাচটি ৮ ওভারে খেলা হয়। টসে জিতে বোলিং নেয় ভারত ভারত। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে। ৪ উইকেট হারিয়ে ৭.২ ওভারে রান চেজ করে ভারত।
ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত ও রাহুল। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে ভারত। ২০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তার ইনিংসে ছিলো ৪ টি চার ও ৪ টি ছয়। ৬ বলে ১০ রান করে ফেরেন রাহুল। বিরাটের ব্যাট থেকে আসে ১১ রান। সূর্যকুমার ফেরেন শূন্যতে। হার্দিক পান্ডিয়া করেন ৯ রান। শেষ দুই বলে একটি ৬ ও একটি ৪ মেরে ম্যাচ শেষ করেন দীনেশ কার্তিক।
কার্তিক যখন ক্রিজে আসেন, তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল সাত বলে ১৫ রান। সেইসময় স্ট্রাইকে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সৌজন্যে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল নয় রান। ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই ছক্কা মারেন কার্তিক। দ্বিতীয় বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন।
কার্তিকের দুর্দান্ত খেলার পরে রোহিত শর্মার প্রতিক্রিয়া:
Captain @ImRo45‘s reaction ☺️
Crowd’s joy 👏@DineshKarthik‘s grin 👍
🎥 Relive the mood as #TeamIndia sealed a series-levelling win in Nagpur 🔽 #INDvAUS | @mastercardindia
Scorecard ▶️ https://t.co/LyNJTtl5L3 pic.twitter.com/bkiJmUCSeu
— BCCI (@BCCI) September 23, 2022
WHAT. A. FINISH! 👍 👍
WHAT. A. WIN! 👏 👏@DineshKarthik goes 6 & 4 as #TeamIndia beat Australia in the second #INDvAUS T20I. 👌 👌@mastercardindia | @StarSportsIndia
Scorecard ▶️ https://t.co/LyNJTtkxVv pic.twitter.com/j6icoGdPrn
— BCCI (@BCCI) September 23, 2022
[ad_2]