[ad_1]
চললাম এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠে গত রোববার প্রথম সাক্ষাতে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
দলকে পাঁচ উইকেটে জেতানোর পথে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ৩৩ রানের সাইক্লোন ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম বলেছেন, ‘আমার এই ছেলেকে (হার্দিক) খুব পছন্দ, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ সে একজন পরিপূর্ণ অলরাউন্ডার। যেমন পাকিস্তান দলে আছে শাদাব খান। হার্দিকের কথা বললে, সে ১৪০ কিমি গতিতে বল করতে পারে, ক্ষিপ্র ফিল্ডারও সে।’
হার্দিকের ব্যাটিং সামর্থ্যের প্রশংসা করে পাকিস্তানি কিংবদন্তি আরও বলেন, ‘যদি ব্যাটিংয়ের প্রসঙ্গ আসে, তাহলে সে পুরোপুরি ভয়ডরহীন একজন ব্যাটার। আমি আশা করি যে ভুল বলছি। তবে পাকিস্তানকে তাদের হারের আগে হেরে যাওয়া মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুক করা হয় দেখে এমন হয়।’
[ad_2]