[ad_1]
আজকাল সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড কে না নয়! সময় সুযোগ পেলেই একটু কোমর নাচাতে কারুরই দেরি হয়না।
এছাড়া নাচ, গান, স্টান্ট, খেলা সবেতেই ওস্তাদ মানুষের এখন জুড়ি মেলা ভার, যা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে। প্রতিদিনই এখানে মানুষের নতুন নতুন কান্ড-কারখানা ভাইরাল হচ্ছে।
আমাদের আধুনিকতম যুগে নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়েই চলেছে।
মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ভাইরাল হতে কোনরকম জনপ্রিয়তা লাগেনা। আপনারা যদি একটু ট্যালেন্টের অধিকারী হন তাহলে খুব সহজে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যাবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের ডান্স ভিডিও, মজার মজার ভিডিও তুমুল ভাইরাল হতে থাকে। এই সমস্ত ভিডিও আমাদের সত্যিই অবাক করে দেয়। এই ভিডিও দেখে আমরা অনেক সময় অনুপ্রাণিত হই।আবার অনেক সময় যখন আমাদের মন খারাপ থাকে তখন এই সমস্ত ভিডিও আমাদের মন ভালো করে দিতে সাহায্য করে। তাই বলে যেতে পারে সোশ্যাল মিডিয়া বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে যা এতদিন হয়তো ছিল না।
বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দীর্ঘ সময় ধরে একটানা এই ধারাবাহিক বঙ্গ সেরার আসন একাই ধরে রেখেছে। উচ্ছে বাবু আর তুফান মেলের রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছে আর তার সাথে মোদক বাড়ি ও হল্লা পার্টির বিভিন্ন মজার মজার টুকরো টুকরো ঘটনা দর্শকদের আমোদ জুগিয়েছে। তাই একান্নবর্তী পরিবারের এই গল্প মানুষের মনে সহজেই জায়গা করে নিয়েছে। বহুদিন ধরে সেভাবে কোন প্রোমো দেখানো হয়নি এই ধারাবাহিকের।
কোন প্রোমো ছাড়াই এই ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করেছে এমনকি বঙ্গ সেরাও হয়েছে, তাই নিয়ে মিঠাই ভক্তদের অনুযোগও কম নয়। তারা বারবার বলেছেন যে, বঙ্গ সেরা এই ধারাবাহিকের প্রতি অবহেলা করা হচ্ছে, ঠিক সময় মত একটা প্রোমো অবধি দেওয়া হয় না এই ধারাবাহিকের- যা নিয়ে ভক্তরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। শোনা যাচ্ছে যে ধারাবাহিকে চমক আনতে মোদক পরিবারে নতুন সদস্য আসতে চলেছে আর সেই সদস্য আসতে চলেছে মিঠাই রানীর হাত ধরে। মা হতে চলেছেন মিঠাই রানী আর তার কোল জুড়ে আসছে মোদক বাড়ির নতুন সদস্য।
না যা ভাবছেন তা নয় এই নিয়ে এখনো অবধি জি বাংলার তরফ থেকে কোন প্রোমো দেওয়া হয়নি। আসলে দর্শকদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়েছে যে প্রিয় মিঠাইয়ের কোল আলো করে নতুন সদস্য আসছে। আসলে বহুকাল ধরে ধারাবাহিকে সেভাবে কোন প্রোমো না দেওয়ার জন্য দর্শকদের একাংশ এই কথাটি কে সত্য বলে ধরে নিয়েছেন তবে ধারাবাহিকের তরফ থেকে এরকম কোন আপডেট দেওয়া হয়নি। এই পুরো ঘটনাটাই দর্শকদের মধ্যে ছড়ানো একটি গুঞ্জন মাত্র। তবে দর্শকরা বলছেন এরকমটা হলে মন্দ হয় না বরং ভালোই হয়।
[ad_2]