ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জানলে আপনার চোখ আকাশে উঠবে,রোহিত-সৌম্য একদম সমানে সমান!

জানলে আপনার চোখ আকাশে উঠবে,রোহিত-সৌম্য একদম সমানে সমান!
Rate this post

[ad_1]

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক কে? কে আবার, রোহিত শর্মা! ১৩৪ ইনিংসে ৩৭৩৭ রান নিয়ে ক্রিকেটের ছোট সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন এই ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কে? এমন প্রশ্নের উত্তরও রোহিত শর্মা। ১৭৮ ছক্কা নিয়ে রোহিত এ তালিকায় সবার শীর্ষে। বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি ক্রিকেটটা রোহিতের জন্যই।

তবে মুদ্রার অপর পিঠও আছে। রোহিত ভুলে যেতে চান, এমন রেকর্ডও আছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কাল শেষ টি-টোয়েন্টিতে ২২৮ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন রোহিত শর্মা।

তাতে কিছু রেকর্ডের মালিক হয়েছেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (৪৩) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন রোহিত। গত ম্যাচে শূন্য রানে আউট হয়ে ছাড়িয়ে গেছেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন ও’ব্রায়েনকে (৪২)।

৪০ বার এক অঙ্কের ঘরে আউট হয়ে তিনে মুশফিকুর রহিম। চারে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৩৯)। পাঁচে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি (৩৭)।

ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার শূন্য রানে আউট হলেন রোহিত। এ তালিকায় তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুল—রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন পাঁচবার।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চসংখ্যক শূন্য রানে আউটের রেকর্ডটি থেকে এখনো কিছুটা পথ দূরে রোহিত। ১২ বার শূন্য রানে আউট হয়ে এ তালিকার শীর্ষে কেভিন ও’ব্রায়েন।

রোহিত ১০ বার রানের খাতা খোলার আগেই আউট হয়ে ধরে ফেললেন সৌম্য সরকার, তিলকরত্নে দিলশান, উমর আকমল ও পল স্টার্লিংকে। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই পাঁচ ব্যাটসম্যান ১০ বার শূন্য রানে আউট হয়েছেন।

এ সিরিজেই আবার আরও দুটি রেকর্ড সঙ্গী হয়েছে রোহিতের। ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে ৫০০ রান করেছেন। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে এ সিরিজেই খেলেছেন নিজের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ।

কাল শেষ টি-টোয়েন্টিতে রাইলি রুশোর সেঞ্চুরিতে ৪৯ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় ভারত থেমে যায় ১৭৮ রানে। এই হারে নিজেদের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ৮টি টি-টোয়েন্টি ম্যাচ হারল ভারত।

সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও এ বছরই গড়েছে ভারত—২৩টি। তৃতীয় টি-টোয়েন্টি হারলেও প্রথম দুই ম্যাচে জেতায় ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের।

[ad_2]

Leave a Reply