ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে গিল-কিশানের ব্যাটিং তান্ডবে পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে গিল-কিশানের ব্যাটিং তান্ডবে পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত
Rate this post

[ad_1]

প্রথম দু’ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

প্রথম দু’ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল ভারত। এবার টস জিতে লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।ভারত ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রাখে। তবে বোলিং লাইনআপে একজোড়া বদল করে।

সিরাজ ও প্রসিধ কৃষ্ণার বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান দীপক চাহার ও আবেশ খান।শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল।৬.৫ ওভারে রিচার্ডের বলে পয়েন্ট ফিল্ডার মুনিয়ঙ্গার হাত থেকে সহজ জীবনদান পান শিখর ধাওয়ান।১৪.৪ ওভারে ইভান্সের বলে ছক্কা মারেন লোকেশ রাহুস। সেই ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

৪৬ বলে ৩০ রান করেন রাহুল।রাহুলের পড় ২০.৬ ওভারে ইভান্সের বলে উইলিয়ামসের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ৬৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন গব্বর।৬১ বলে ৫০ করে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ইশানকে।৪২.৬ ওভারে ইভান্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দীপক হুডা।

১২টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ওয়ান ডে কেরিয়ারের তো বটেই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে গিলের এটি প্রথম শতরান।

জংউইয়ের ওভারের শেষ বলে কাইতানোর হাতে ধরা পড়ে যান স্যামসন। ১৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন স্যামসন। ৪ বলে ১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ভারত ২৭২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।

৪৯.১ ওভারে ইভান্সের বলে কাইয়ার হাতে ধরা পড়েন শুভমন গিল। ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন গিল। ভারত ২৮২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।

৪৯.৩ ওভারে ইভান্সের বলে নিয়াউচির হাতে ধরা দেন শার্দুল ঠাকুর। ইভান্স ম্যাচে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। শার্দুল ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। ভারচ ২৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।

সর্বশেষ স্কোরঃ ২৮৯-৮ওভার৫০

[ad_2]

Leave a Reply