ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ঝুলন গোস্বামীর অবসরের দিনে স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মা লড়াকু হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিল ভারত

ঝুলন গোস্বামীর অবসরের দিনে স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মা লড়াকু হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিল ভারত
Rate this post

[ad_1]

লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।সেই হিসেবে শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ফ্রেয়া ডেভিস। প্রথম ওভারে ২ রান ওঠে।

১.৫ ওভারে শেফালি বর্মাকে বোল্ড করেন কেট ক্রস। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি শেফালি। ভারত ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া।

৩.১ ওভারে যস্তিকা ভাটিয়াকে বোল্ড করে সাজঘরে ফেরান কেট ক্রস। ২ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়েন ভাটিয়া। ভারত ১০ রানে ২ উইকেট হারায়।

ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর।৭.২ ওভারে কেট ক্রসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ৯ বল খেলে ৪ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত দলগত ১৭ রানে ৩ উইকেট হারায়।

ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল।৮.৪ ওভারে ফ্রেয়া ডেভিসের বলে এলবিডব্লিউ হন হার্লিন দেওয়ল। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ইংল্যান্ড।

৫ বলে ৩ রান করেন হার্লিন। ভারত ২৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।১০ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে ভারত।

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত।২০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮২ রান।৫টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা।

২৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৭ রান।২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত।৩০ ওভারে ভারতের স্কোর দাড়ায় ৬ উইকেটে ১১০ রান।

২৩.২ ওভারে কেট ক্রসের বলে আউট হন স্মৃতি মন্ধনাকে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন মন্ধনা। ভারত ৮৭ রানে ৫ উইকেট হারায়।

ব্যাট করতে নামেন হেমলতা।২৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৮৮ রান।২৮.৩ ওভারে একলেস্টোনের বলে ফেরেন দায়ালান হেমলতা। ২ রান করে মাঠ ছাড়েন হেমলতা।

ভারত ১০৮ রানে ৬ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন পূজা বস্ত্রকার।৬টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপ্তি শর্মা।

৩৮.৬ ওভারে চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পূজা বস্ত্রকার। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন পূজা। ভারত ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঝুলন গোস্বামী।

কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঝুলন গোস্বামী। ৩৯.৫ ওভারে ঝুলনের উইকেট তুলে নেন কেম্প। ভারত ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেনুকা সিং ঠাকুর।৪১ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫০ রান।

৪১.২ ওভারে কেম্পের শিকার হন রেনুকা। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৫১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৫৩ রান।অল-আউট ভারত

৪৫.৪ ওভারে একলেস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। ১৬৯ রানে থামে ভারতের স্কোর সুতরাং ইংল্যান্ডের সামনে টার্গে ট দাড়ায় ১৭০ । দীপ্তি শর্মা ৭টি চারের মাধ্যমে ১০৬ বলে ৬৮ রানে অপরজিত থাকেন।

[ad_2]

Leave a Reply