[ad_1]
বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রস্তুতি সারার শেষ সুযোগ ভারতের সামনে। অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছেন রোহিত শর্মারা। এবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ।
প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়ারা মোটেও হেলাফেলার মতো নয়। বিশেষ করে আইপিএল খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকার বহু ক্রিকেটার ভারতের পিচ ও পরিবেশের সঙ্গে সড়গড়। তাই তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নিশ্চিত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রোটিয়াদের। সুতরাং, গ্রিনফিল্ডে টস জিতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকা (প্লেয়িং ইলেভেন): কুইন্টন ডি কক (ডাব্লু), টেম্বা বাভুমা (সি), রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (ডব্লিউ), দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, আরশদীপ সিং
[ad_2]