ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দীপক-অর্শদীপের অগ্নি ঝরা বলিংয়ে ভারতকে জয়ের জন্য সহজ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

দীপক-অর্শদীপের অগ্নি ঝরা বলিংয়ে ভারতকে জয়ের জন্য সহজ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা
Rate this post

[ad_1]

দ.আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ১ম টি-২০ ম্যাচে ভারত টস জিতে দ.আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ডি’কককের সঙ্গে ওপেন করতে নামেন তেম্বা বাভুমা। বোলিং শুরু করেন দীপক চাহার।

১ম ওভারেই দীপক চাহারের শেষ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেম্বা বাভুমা। ৪ বলে ০ রান করেন তেম্বা বাভুমা। আফ্রিকা ১ রানে ১ উইকেট হারায়। ব্যাটে নামেন রিলি রসউ।

২য় ওভারে বলে আসেন অর্শদীপ সিং। তিনি ২.২ ওভারে ফেরান ডি’ককেকে। ৪ বলে ১ রান ফেরেন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ১ রানে ২উইকেট হারায়। ব্যাটে নামেন এডেন মার্করাম। অর্শদীপ সিং ১.৫ ওভারে ফেরান রিলি রসউ। ০ রানে মাঠ ছাড়েন রিলি। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাটে নামেন ডেভিড মিলার।

অর্শদীপ সিং ১.৬ ওভারে ফেরান ডেভিড মিলার। শূন্য রানে মাঠ ছাড়েন মিলার। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাটে নামেন ত্রিস্তান স্টাবস। অর্শদীপ নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

২.৩ ওভারে দীপক চাহার ফেরান ত্রিস্তান স্টাবসকে। সুতরাং, ১৫ বলেই দক্ষিণ আফ্রিকার ৫টি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। স্টাবস ০ রানে ফেরেন। দক্ষিণ আফ্রিকা ৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাটে নামেন ওয়েন পার্নেল। ৩ ওভার শেষে দ. আফ্রিকার স্কোর দাড়ায় ৫ উইকেটে ১৪ রান।

পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের বিনিময়ে ৩০ রান সংগ্রহ করে।৮.৬ ওভারে হার্ষাল প্যাটেল ফেরান মার্করামকে। ২৪ বলে ২৫ রান করে ফেরেন মার্করাম।দ.আফ্রিকা ৪২ রানে ৬ উইকেট হারায়। ব্যাটে নামেন কেশব মহারাজ।

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছোয় দ.আফ্রিকা।১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাড়ায় ৬ উইকেটে ৬১ রান।১৫.৫ ওভারে অক্ষর প্যাটেলে ফেরান ওয়েন পার্নেল। ৩৭ বলে ২৪ রান করেন তিনি। দ.আফ্রিকা ৬৮ রানে ৭ উইকেট হারায়।

১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৮৩ রান। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১০০ রান।শেষ ওভার বলে আসে হর্ষল প্যাটেল তিনি নিজের ১ম বলেই তুলে নেন কেশব মহারাজের উইকেট।

৩৫ বলে ৪১ করে মাঠ ছাড়েন কেশব মহারাজ। সেই ওভারে আসে ৬ রান। ২০ ওভার শেষে দ.আফ্রিকা স্কোর দাড়ায় ৮ উইকেটে ১০৬ রান । ভারতের জিততে দরকার ১০৭ রান

[ad_2]

Leave a Reply