ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দ্বিতীয় ম্যাচে সিরিজ জিততে এই পাঁচটি গোপন কৌশল অবলম্বণ করবে টিম ইন্ডিয়া! একাদশে থাকবে বড় পরিবর্তন

দ্বিতীয় ম্যাচে সিরিজ জিততে এই পাঁচটি গোপন কৌশল অবলম্বণ করবে টিম ইন্ডিয়া! একাদশে থাকবে বড় পরিবর্তন
Rate this post

[ad_1]

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেই সিরিজ দখলে করবে ভারত। সেই উদ্দেশ্যেই কুইনস পার্কে নামবে শিখর ধাওয়ান ব্রিডেগ। এদিনের ম্যাচ জিততে হলে বেশ কিছু বিষয়ের উপর বাইশ গজের গব্বরকে খেয়াল রাখছে । তার মধ্যেই পাঁচটি বিষয় তুলে ধরা হল।

1/5এদিনের ম্যাচ জিততে হলে আবারও বড় ইনিংস খেলতে হবে শ্রেয়স আইয়ারকে। যদি তিনি ভারতের টপ অর্ডারে ভরসা দিতে পারেন তাহলে ভারত বড় ইনিংস গড়তে পারবে। এরফলেই জয়ের রাস্তা তৈরি হবে।

2/5রবিবারও শিখর ধাওয়ান ও শুভমন গিলকে বড় পার্টনারশিপ গড়তে হবে। প্রথম ম্যাচে ১১৯ রানের ওপেনিং জুটি গড়েছিলেন দুজনে। এই ম্যাচেও এই দুজনের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

3/5এদিনের ম্যাচে ভারতীয় বোলারদের থেকে আরও ভালো কিছু আশা করবে দল। মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণদের থেকে আরও ভালো বোলিং চাইবেন রাহুল দ্রাবিড়।

4/5এদিন ম্যাচ জিততে হলে পিচের চরিত্র বুঝতে হবে। কারণ প্রথম ম্যাচে পিচের চরিত্র বুঝতে ভুল করেছিলেন দুই ক্যাপ্টেন। তাই টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পুরান। এরপরেই ধাওয়ান-গিলদের ইনিংস। তাই এবারে ম্যাচ জিততে হলে পিচের চরিত্র বুঝে সিদ্ধান্ত তৈরি করতে হবে টিম ইন্ডিয়াকে।

5/5সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে হলে ভারতের মিডিল অর্ডারকে পরিবর্তন করতে হবে। মিডিল অর্ডারকে আরও ভালো খেলতে হবে। আরও ধরে খেলতে হবে। এর সঙ্গেই শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেলদের ব্যাট ও বলে আরও ভালো কিছু করতে হবে।

তবে আগামীকাল সিরিজের ২য় ম্যাচে দুই পরিবর্তন আনতে পারেন অধিনায়ক

ইনজুরি কাতিয়ে দলে ফিরতে পারেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এমন পেসার আভেষ খান, বাদ পরতে পারেন এক্সার প্যাটেল ও পেসার প্রসিধ কৃষ্ণা, একনজরে দেখা নেয়া যাক আগামীকালের সম্ভব্য একাদশ

শিখর ধাওয়ান (সি), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান

[ad_2]

Leave a Reply