[ad_1]
সম্প্রতি শোনা যাচ্ছিলো (Ms Dhoni) নতুন শুরু হতে চলা সাউথ আফ্রিকা টি ২০ লিগে জোহানেসবার্গ ফ্রাঞ্চাইজি’র মেন্টরের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে।
সেই সমস্ত জল্পনা’কে উড়িয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে পুরোপুরি অবসর না নেওয়ার আগে কোনও ভারতীয় ক্রিকেটার বিশ্বের কোনও ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারবেন না।
তাই ‘মেন্টর’ অথবা ‘কোচ’, কোনও রকম ভাবেই ধোনি সাউথ আফ্রিকা’র লিগে যুক্ত হতে পারবেন না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে চলেছেন। ধোনি’কে সক্রিয় ক্রিকেটার হিসেবে ২০২৩ সালের আইপিএলে খেলতে দেখা যাবে।
Indian Express কে বিসিসিআই’এর এক সদস্য জানিয়েছেন,
সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নেওয়ার আগে কোনও আন্তর্জাতিক অথবা ঘরোয়া ক্রিকেটার বিদেশের লিগে যুক্ত হতে পারবেন না। এটা আগেই স্পষ্ট করা হয়েছিলো। কেউ যদি এমনটা করতে চায় তাহলে তাকে বিসিসিআইয়ের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে হবে।”
এখানে বলে রাখা ভালো, সাউথ আফ্রিকা’র টি ২০ লিগের প্রতিটি ফ্রাঞ্চাইজি’র মালিকানা পেয়েছেন আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি’র মালিক’রা। এরপর থেকেই ভারতীয় ক্রিকেটারদের নাম জড়িয়েছিলো সাউথ আফ্রিকা’র ফ্রাঞ্চাইজি লিগের সাথে।তবে এটা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে ভারতীয় ক্রিকেটমহলে বলা যায় নতুন বিতর্কে দাউ দাউ ভারতীয় ক্রিকেট
[ad_2]