[ad_1]
এক সপ্তাহ আগে পেশাদার টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন রজার ফেডেরার। সেদিনই জানিয়েছিলেন ২৩ সেপ্টেম্বর লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন।
ফেডেরার নিজেই তাঁদের জুটির নাম দিয়েছিলেন ‘ফেডাল’। ম্যাচটি ছিল টিম ইউরোপ বনাম টিম ওয়ার্ল্ড। যদিও বিদায়ী ম্যাচে সাফল্য পেলেন না ফেডেরার।
রজার ফেডেরারকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি
আগেই ঘোষণা করেছিলেন অবসরের কথা। লেভার কাপে পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। বিদায়ী ম্যাচে ছাপ রাখতে পারেননি টেনিসের এই কিংবদন্তী।
ম্যাচ শেষে দলের সতীর্থরা তাঁকে কাঁধে তুলে নিয়েছিলেন। সামিল হয়েছিলেন বিপক্ষের খেলোয়াড়রাও। আবেগঘন মুহূর্তে চোখে জল রজার ফেডেরারের।
কাঁদছিলেন তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদালও। ফেডেরারের বিদায়ী ম্যাচে নাদালের চোখের জল ছুঁয়ে গেছে বিরাট কোহলির হৃদয়কেও। দুজনের কান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোহলি লিখেছেন, ‘খেলার মাঠে আমার কাছে সবথেকে সুন্দর মুহূর্তের ছবি।’
এক সপ্তাহ আগে পেশাদার টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন রজার ফেডেরার। সেদিনই জানিয়েছিলেন ২৩ সেপ্টেম্বর লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন।
ফেডেরার নিজেই তাঁদের জুটির নাম দিয়েছিলেন ‘ফেডাল’। ম্যাচটি ছিল টিম ইউরোপ বনাম টিম ওয়ার্ল্ড। যদিও বিদায়ী ম্যাচে সাফল্য পেলেন না ফেডেরার।
টিম ওয়ার্ল্ডের জ্যাক সক ও ফ্রান্সেরস তিয়াফো জুটির কাছে ৬–৪, ৬–৭, ৯–১১ ব্যবধানে হারতে হয়েছে ‘ফেডাল’ জুটিকে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল- স্মার্টওয়াচ, হেডফোন, ল্যাপটপ এবং অ্যাকসেসরিজ কিনুন সবচেয়ে সস্তায়
রড লেভার, এডবার্গ, স্টেফানদের সামনে এই ম্যাচটা দারুণ জমে উঠেছিল। প্রথম গেমে হারলেও দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান ফেডেরার ও নাদাল।
তৃতীয় গেমে দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হয়নি। ম্যাচের পর ফেডেরার বলেন, ‘সবকিছুর একটা শেষ থাকে। যেমন ভেবেছিলেন, সেরকমই হল বিদায় মুহূর্তটা।
কিংবদন্তীদের সামনে শেষ ম্যাচ খেলার মতো সুখের কিছু হতে পারে না। একটা দুর্দান্ত মুহূর্ত কাটালাম।’ এদিন গ্যালারিতে ছিলেন ফেডেরারের বাবা–মা, স্ত্রী–সন্তানরা।
ম্যাচের পর সতীর্থ ও প্রতিপক্ষর খেলোয়াড়রা কাঁধে তুলে ধরেন ফেডেরারকে। নাদাল ও ফেডেরারকে পাশাপাশি বসে কাঁদতে দেখা যায়। দুজনে একে অপরের বিপক্ষে ৪০ বার মুখোমুখি হয়েছেন। এদিন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন।
ফেডেরার ও নাদালের কান্নার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কে ভেবেছিল দুই প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে এই রকম অনুভূতি দেখাতে পারে।
এটাই খেলার সৌন্দর্য্য। এই দৃশ্যটা আমার কাছে খেলার মাঠে সর্বকালের সবথেকে সুন্দর মুহূর্ত।’ কোহলি আরও লিখেছেন,
‘যখন আপনার সঙ্গীরা আপনার জন্য কাঁদে, আপনি জানেন যে আপনি ঈশ্বরের দেওয়া প্রতিভা দিয়ে কী করতে পেরেছেন। এই দুজনের প্রতি শ্রদ্ধা দেখানো ছাড়া আর কিছুই দেওয়া যায় না।’
[ad_2]