[ad_1]
জয়ের কাছে এসেও ম্যাচ জিততে পারেনি ভারত। মাত্র ৯ রানে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম এক দিনের ম্যাচ হারতে হয়েছে। হারের দায় দলের বোলার ও ফিল্ডারদের উপর চাপালেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।
ম্যাচ শেষে ধাওয়ান বলেন, ‘‘এই পিচে দক্ষিণ আফ্রিকা বেশি রান করেছিল। কারণ, পিচে বল ঘুরছিল। বোলারদের জন্য সাহায্য ছিল। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। তা ছাড়া বেশ কয়েকটা ক্যাচও ফস্কেছি।
সেখানেও কিছু রান হয়েছে। ফলে কিছুটা বেশি রান তাড়া করতে হয়েছে।’বোলার ও ফিল্ডারদের দুষলেও মিডল অর্ডার ব্যাটারদের প্রশংসা করেছেন ধাওয়ান। তিনি বলেন, ‘‘ব্যাট করতে নেমে আমাদের শুরুটা ভাল হয়নি।
কিন্তু যে ভাবে শ্রেয়স, সঞ্জু ও শার্দুল খেলেছে তার প্রশংসা করতেই হয়। ওরা আমাদের জয়ের কাছে নিয়ে গিয়েছিল।’’তবে এই হার থেকে হতাশ হতে নারাজ ধাওয়ান। কারণ, এই দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে তাঁদের অভিজ্ঞতা বাড়বে বলেই মনে করেন তিনি। ধাওয়ান বলেন, ‘‘এই ম্যাচ থেকে অনেক কিছু শিখলাম। আশা করি পরের ম্যাচে কাজে লাগাতে পারব।’’
[ad_2]