[ad_1]
এশিয়া কাপে ভারত-আফগান ম্যাচের মাঝেই ধরা পড়ল সৌভ্রাতৃত্বের ছবি। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সমর্থকদের ব্যাপক মারামারি, হাতাহাতির সম্পূর্ণ বিপরীত চিত্র ভারত-পাক ম্যাচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া।
এশিয়া কাপে পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যে লড়াই ২২ গজ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। সমর্থকদের মধ্যেও বেঁধে যায় হাতাহাতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা যায়, স্টেডিয়ামের প্লাস্টিকের চেয়ার তুলে একে অপরের উপর আক্রমণ করছেন সমর্থকরা। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কাটেনি তিক্ততা। পাকিস্তানের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও ভারতীয়দের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আফগান সমর্থকদের। এশিয়া কাপে ভারত-আফগান ম্যাচের মাঝেই ধরা পড়ল তেমন ছবি।
পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারত-আফগানিস্তান দুই দলেরই। এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল নবি ও রাহুল বাহিনী। গতকালের ম্যাচে খেলেননি রোহিত। তাই নেতৃত্ব ছিলেন কেএল রাহুল ।
কিন্তু এই নিয়মরক্ষার ম্যাচেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সেরা উপহার বিরাটের শতরান। সেই সেঞ্চুরিতেই ভর দিয়ে আফগানিস্তানের সামনে ২১২ রানের টার্গেট সেট করে ভারত। তাঁর জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং। ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় নবিদের। সবশেষে ২০ ওভার খেলে ১১১ রান তোলে আফগানবাহিনী। ১০১ রানে জেতে ভারত। কিন্তু, এমন পরিস্থিতিতেও গ্যালারিতে দেখা মেলে শুধুই সৌভ্রাতৃত্বের।
সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে দুদলের অনুরাগীরা এক অপরের কাঁধে হাত রেখে দুই দলের জন্যই গলা ফাটাচ্ছে। সেখানে কোনও তিক্ততা নেই, প্রতিযোগিতা নেই। আছে শুধু ক্রিকেটীয় স্পিরিট। বিরাটের সেঞ্চুরিতে যেমন আফগান সমর্থকরা লাফিয়ে উঠে হাততালি দিচ্ছেন। তেমনই একের পর এক উইকেট পড়ে যাওয়ায় আফগান সমর্থককে সান্ত্বনা দিতে দেখা যায় ভারতীয় সমর্থকদের।
আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের কেলেঙ্কারির পরই ভারত-আফগান ম্যাচের এমন ভিডিয়ো নেটপাড়ায় আরও বেশি সমাদৃত। নবি-বাবর আজমদের খেলার দিন মাঠের উত্তেজনায় গ্যালারিতেও নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পাক-আফগান সমর্থকেরা। ম্যাচের মধ্যে আসিফ আলির তেড়ে যাওয়ার ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন সমর্থকেরাও।
Today was a match between two friends countries, Doesn’t matter india won or #Afghanistan lost. Congratulations india fans and afghan fans. It’s between us 🇦🇫🇮🇳.#afgvsindia #INDvsAFG #viratkholi #bhuvneshwarkumar #Cricket #india #BanAsifAli #AFGvPAK pic.twitter.com/DMjrUcjvZe
— A H (@YousafzaiAnayat) September 8, 2022
After the Afg Pak World Cup match last year I decided I would never watch another game between these two teams at the stadium. pic.twitter.com/JrJnpmUP09
— Twitt.Arhum (@arhuml92) September 7, 2022
[ad_2]