[ad_1]
লড়াইটা চলছে কয়েক সপ্তাহ ধরেই। মোহাম্মদ রিজওয়ান লড়ছেন আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখতে আর একই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সূর্যকুমার যাদব লড়ছেন রিজওয়ানকে টপকে শীর্ষে উঠতে।
আইসিসি প্রকাশিত আজ সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও এর কোনো পরিবর্তন হয়নি। ৮৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিজওয়ান। ৮৩৮ নিয়ে দুইয়ে সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ২ ফিফটিতে ১১৯ রান করেছেন সূর্যকুমার।
জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান করেন ৩১৬ রান। টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চ রানের রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ষষ্ঠ ম্যাচে খেলেননি রিজওয়ান। এ ছাড়া সিরিজের শেষ ম্যাচে ১ রানে আউট হয়েছিলেন। গত সপ্তাহের চেয়ে ২১ রেটিং কমে গেছে রিজওয়ানের।
যদিও শীর্ষে ওঠার এ সুযোগ কাজে লাগাতে পারেননি সূর্য। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে সূর্যের সামনে সুযোগ ছিল রিজওয়ানকে টপকে শীর্ষে ওঠার। কিন্তু ৮ রানে আউট হওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
দীর্ঘদিন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবর আজম ৮০১ পয়েন্ট নিয়ে আছেন তালিকার ৩ নম্বরে। ৭৭৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ১০৮ রান করে র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন লোকেশ রাহুল। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে রাইলি রুশো এগিয়েছেন ২৩ ধাপ, আছেন ২০ নম্বরে। মিলার ১০ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলিংয়ে শীর্ষে জশ হ্যাজলউড। হ্যাজলউড ছাড়া সেরা দশে বাকি সবাই স্পিনার। তালিকার দুই ও তিনে আছেন রশিদ খান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে মোহাম্মদ নবী। সাকিব আল হাসান দ্বিতীয়।
[ad_2]