ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পারফরম্যান্স না থাকায় এশিয়া কাপে ভারত একাদশে সুযোগ পাওয়ায় কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আকাশ চোপড়া

পারফরম্যান্স না থাকায় এশিয়া কাপে ভারত একাদশে সুযোগ পাওয়ায় কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আকাশ চোপড়া
Rate this post

[ad_1]

আসন্ন এশিয়া কাপ ক্রিকেট দিয়ে ভারতের জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। ব্যাট হাতে ঠিক ছন্দে না থাকায় বেশ কয়েকটি সিরিজ থেকে তাদের বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে কোহলিকে রাখা হয়েছে।

ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার মতে, এবারের এশিয়া কাপটি কোহলির জন্য দারুণ একটি মঞ্চ। কারণ তার কাছ থেকে দলের বড় রানের প্রত্যাশা থাকবে না। অবশ্য শুধু কোহলি নয়, দলের কেউই বড় ইনিংস খেলার জন্য নামবেন না বলে মনে করেন আকাশ।

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ভারতের নতুন ধরনের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের বিশ্লেষণ করে আকাশ জানিয়েছেন, বর্তমান দলে সবাই দলীয় সংগ্রহ বাড়ানোর জন্য শুরু থেকেই মারমুখী খেলবে। যে কারণে কারও কাছ থেকে বড় ইনিংস দেখার প্রত্যাশা নামিয়ে রেখেছেন তিনি।

আকাশ বলেছেন, আমি জানি না দলের মানসিকতা কী অথবা বিরাটের এখনের অনুভূতি কী। তবে দর্শক হিসেবে আমি (কারও কাছ থেকে বড় ইনিংস দেখার) প্রত্যাশা নামিয়ে রেখেছি। কারণ এই দলে আমি এমন কাউকে দেখি না যে নিজের সেঞ্চুরির জন্য খেলবে। সেটা রোহিত শর্মা হোক কিংবা লোকেশ রাহুল।

তিনি আরও যোগ করেন, তারা যদি ৫০ রানে ব্যাট করতে থাকে তাহলে স্ট্রাইকরেট আরও বাড়িয়ে ব্যাটিংয়ের চেষ্টা করবে। যদি ২২০ রান সম্ভব হয় তাহলে ১৮০-১৯০ বা ২১০ রানে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দল যদি এই ভাবনা নিয়ে খেলে তাহলে প্রত্যেকে আরও স্বাধীনভাবে ব্যাটিংয়ের সুযোগ পায়।

এমন হলে আমি কাউকে সংখ্যা দিয়ে বিচার করি না। কোনো খেলোয়াড় ৪০ করলো নাকি ৭০, তা বিষয় না। কারণ প্রত্যেক খেলোয়াড়ের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। যে পজিশনেই ব্যাট করুক না কেন, প্রত্যেকের মাঝে যে সমন্বয় দেখা যায়, তা নিশ্চিতভাবেই ক্রিকেট বলটির জন্য সুখকর কিছু নয়।

দলের মানসিকতা এমন হলে কোহলির জন্যও খুব সহজ হবে। আমি বলবো এটি দারুণ মঞ্চ। বর্তমানে দল যে চিন্তাধারায় খেলছে, তাতে কেউ কোহলির কাছ থেকে ৭০-১০০ বা ম্যাচ শেষ করার আশা করে না। আপনি শুধু মাঠে নেমে নিজের খেলা খেলুন তাতেই হবে।

[ad_2]

Leave a Reply