[ad_1]
রাঁচির ছেলে, IPL-এ খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রোফাইলটা অনেকটা এইরকম।
তবে তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগের বিষয়টা প্রায় অনেকেরই জানা নেই। ক্রিকেট পূর্ববর্তী জীবনে তিনি দীর্ঘ সময় ভারতীয় রেলে চাকরি করেছেন, সেই সুবাদে তিনি খড়গপুরে ছিলেন।
তবে তাঁর মুখ থেকে বাংলা শোনা! এতদিন সৌভাগ্য হয়নি ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে। যেটা এবার হল। কলকাতায় একটি অনুষ্ঠানে ধোনির মুখ থেকে শোনা গেল বাংলা।
ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করার আগে ভারতীয় রেলের টিকিট পরীক্ষক ছিলেন ধোনি। সেই সুবাদে তিনি খড়গপুর স্টেশনে ছিলেন দীর্ঘদিন।
ফলে টিকিট পরীক্ষক ধোনিকে শিখতে হয়েছিল বাংলা। এছাড়া তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি বিয়ের আগে পড়াশোনার জন্য দীর্ঘদিন কলকাতায় ছিলেন। একবার ধোনির সাক্ষীর সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছিলেন। ফলে ধোনির কলকাতার সঙ্গে যোগটা অনেক পুরনো।
ধোনির বাংলা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় একটি মঞ্চে দাঁড়িয়ে আছেন ধোনি। তাঁর পাশে দাঁড়িয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর পাশে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধোনি বলছেন তাঁর বাংলা জ্ঞানের ব্যাপারে। তাঁকে বলতে শোনা যায়, “আমি ভালো করে বাংলা বুঝতে পারি।” এই কথাটা তিনি পরিষ্কার বাংলায় বলেন।
এটা শুনে দর্শকরা মাহি মাহি বলে চিৎকার করতে থাকেন। যা শুনে হিন্দিতে ধোনি বলেন, “এর থেকে বেশি বলব তো ভুলভাল বাংলা বলে দেব।”
ভারতের অন্যতম সেরা অধিনয়াকের মুখ থেকে নিজের মাতৃভাষা শুনতে পেরে বাংলার সমর্থকরা আর নিজেদের ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো। সবাই ধোনির প্রশংসা করতে থাকেন।
ধোনির সঙ্গে অনুষ্ঠানের পর একটি সেলফি পোস্ট করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তাঁর সঙ্গে ফ্রেমে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অম্বরীশ সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “”ধনী” র সাথে ছবি তুলতে গেলে একটু “রাজা” সাজতে হয় বৈকি…”
বর্তমানে ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও IPL খেলে চলেছেন। কিছুদিন আগে CSK-র পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০২৩ সালে ধোনি তাদের অধিনায়ক থাকছেন। তবে সম্প্রতি ধোনি IPL থেকে তাঁর অবসরের ইঙ্গিত দেন।
[ad_2]