[ad_1]
সুপার ফোরের সাফল্য এখন অতীত, তা জানেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাই ফাইনালে মাঠে নামার আগে প্রতিপক্ষ পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ তিনি।
এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে নিয়ে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অথচ সেই শ্রীলঙ্কাই এখন পর্যন্ত আসরে একমাত্র দল, যারা একাধিক ম্যাচ হারেনি। ফাইনালের আগে তাই লঙ্কানদের ফেভারিট তকমা না দেওয়ার উপায় নেই।
এশিয়া কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা, শিরোপা জয়ের কীর্তি এমনকি দুই দলের সর্বশেষ লড়াইয়ের বিচারে রবিবারের (১১ সেপ্টেম্বর) ফাইনালে শ্রীলঙ্কাই এগিয়ে। এবারের আসরে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে একবার। সুপার ফোরের সেই ম্যাচে বাবর আজমের দল পাত্তা পায়নি লঙ্কানদের কাছে।
তবে সেই সাফল্য এখন অতীত, তা জানেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাই ফাইনালে মাঠে নামার আগে প্রতিপক্ষ পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ তিনি।
শানাকা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দলের পারফরম্যান্স দুর্দান্ত। সুপার ফোরে দলের প্রত্যেকে ভালো খেলেছে। আমরা পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছি না। ফাইনালেও আমরা শক্তিশালী হিসেবে মাঠে নামব।’
একে তো তরুণ ও অনভিজ্ঞ দল, তার ওপর নিজেদের আয়োজনেও এশিয়া কাপ মাঠে গড়ানো যায়নি নিজেদের মাটিতে। তার ওপর আফগানদের কাছে দৃষ্টিকটু হারে আসর শুরু।
এমন মলিন শুরুর পর শ্রীলঙ্কা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা অবাক করছে সবাইকে। শানাকা মানলেন, শিরোপা জয়ের আগেই এই আসর দেশটির ইতিহাসের অন্যতম সেরা এশিয়া কাপ।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটা আমাদের ইতিহাসের অন্যতম সেরা এশিয়া কাপ। একটি দল হিসেবে ফাইনাল খেলতে আমরা মুখিয়ে আছি। পাকিস্তান অনেক ভালো দল। তাদের প্রত্যেক ম্যাচ রোমাঞ্চকর ছিল, আমরা ফাইনালেও এমন এক ম্যাচ চাই।’
[ad_2]