[ad_1]
মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বাবর আজম। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ভুবির ওভারের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলেই রিজওয়ানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার।
তবে রিভিউ নিয়ে বেঁচে যান পাক ওপেনার। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রিজওয়ান। চতুর্থ বলে চার মারেন বাবর। পঞ্চম বলে ১ রান নেন পাক দলনায়ক। শেষ বলে রিজওয়ানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার নট-আউট দিলে রিভিউ নেয় ভারত। এবারও বেঁচে যান রিজওয়ান। প্রথম ওভারে ৬ রান ওঠে। রিভিউ খোয়ায় ভারত।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। ২টি ওয়াইড-সহ ৮ বলের ওভারে ৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার মারেন বাবর। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৪ রান। বাবর ১০ ও রিজওয়ান ২ রান করেছেন।
২.৪ ওভারে ভুবনেশ্বরের বলে অর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন বাবর আজম। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন পাক দলনায়ক। পাকিস্তান দলগত ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান। ক্রিজে এসেই ব্যাটের কানা লাগিয়ে বাউন্ডারি পেয়ে যান ফখর। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১৯ রান।
[ad_2]