[ad_1]
পাকিস্তানের রাজসিক জয়ের পর এভাবেই ইংলিশদের নিয়ে রসিকতা করেছেন পাকিস্তানের তারকা এই পেসার।
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান স্বার্থপর! তাদের বিরুদ্ধে আন্দোলন করা উচিৎ! তাও এমন দাবি কিনা শাহীন শাহ আফ্রিদির! ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের রাজসিক জয়ের পর এভাবেই ইংলিশদের নিয়ে রসিকতা করেছেন পাকিস্তানের তারকা এই পেসার।
চোটের কারণে শাহীন ঐতিহাসিক এই সিরিজ খেলতে পারছেন না। তবে মাঠের বাইরে বসে সতীর্থদের খেলা দেখছেন গভীর মনোযোগে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে ১০ উইকেট হাতে রেখে ২০০ রান তাড়া করে পাকিস্তান। ম্যাচের পর শাহীন একটি টুইট করেন, যা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পাকিস্তানের দাপুটে জয়ের বিবরণ দিতে গিয়ে শাহীন একটু রসিকতার আশ্রয় নিয়েছেন। তার দাবি, পাকিস্তান এই ম্যাচ ১৫ ওভারেই জিতে যেতে পারত,
বাবর ও রিজওয়ান স্বার্থপরতা দেখিয়ে ম্যাচ নিয়ে গেছেন শেষ ওভারে। তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিৎ। শাহীনের এমন রসবোধ দেখে বিনোদন পেয়েছেন অনেকেই।
শাহীন লিখেছেন, ‘কাপ্তান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাত থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। কি স্বার্থপর খেলোয়াড় তারা।
পাকিস্তান এই ম্যাচ ১৫ ওভারের মধ্যেই শেষ করে ফেলতে পারত। তারা এই ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেল। চলুন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলি।’
টুইটের শেষাংশে অবশ্য শাহীন লিখেছেন, ‘পাকিস্তানের দুর্দান্ত এই দলটাকে নিয়ে অনেক গর্বিত।’
[ad_2]