ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিশ্বকাপ খেলতে অগ্নি পরিক্ষা দিতে হবে এশিয়ার সেরাদের

বিশ্বকাপ খেলতে অগ্নি পরিক্ষা দিতে হবে এশিয়ার সেরাদের
Rate this post

[ad_1]

ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে এশিয়া কাপ জিতে লংকানদের মুখে হাসি এনে দিল দেশটির ক্রিকেট দল। এ যেন পুরো জাতীর জন্য দারুণ এক মুহূর্ত। তাইতো পুরো দেশসহ কলম্বোর বিক্ষুব্ধ রাজপথ এখন বিজয় উৎসবে পরিণত হয়েছে।

গত রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫তম আসরে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।

কিন্তু ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলা তাদের জন্য অনিশ্চিত বলা চলে। কারণ নিয়মের ফেরে তাদের খেলতে হচ্ছে বাছাই।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-২০ বিশ্বকাপ মিশন শুরু হবে লংকানদের।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরুর আগে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হওয়ায় আমাদের জন্য ভালোই হবে। আশা করি এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে পারব আমরা।

তিনি আরও বলেন, গত বিশ্বকাপেও আমাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়েছিল। তিন চার বছর ধরে এভাবেই হচ্ছে টি-২০ বিশ্বকাপ। শেষ দুই বছর আমরা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলছি। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় আমাদের কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

[ad_2]

Leave a Reply