[ad_1]
৩ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়ে এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত। শেষ চারে হরমনপ্রীত কউরদের সামনে আয়োজক ইংল্যান্ডের চ্যালেঞ্জ।
সেমিফাইনালে জিতে ফাইনালে উঠলেই পদক (অন্ততপক্ষে রুপো) নিশ্চিত করবে ভারত। তবে হারলেও ব্রোঞ্জ মেডেল ম্যাচে লড়াই চালানোর সুযোগ পাবে ভারতীয় দল।
গ্রুপ লিগের প্রথম ম্যাচে ভারত ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীত কউররা। তৃতীয় ম্যাচে ভারতীয় দল ১০০ রানে জয় তুলে নেয় বার্বাডোজের বিরুদ্ধে
এদিকেইংল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে টস জিতলেন হরমনপ্রীত কউর। টস জিতে ভারতের ক্যাপ্টেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, এজবাস্টনে রান তাড়া করবে আয়োজক ইংল্যান্ড।
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। দ্বিতীয় বলে ১ রান নেন শেফালি। চতুর্থ বলে চার মারেন মন্ধনা। প্রথম ওভারে ৬ রান ওঠে।
৫.১ ওভারে একলেস্টোনের বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মন্ধনা। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান মন্ধনা। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে। মন্ধনা ৫১ ও শেফালি ১৩ রানে ব্যাট করছেন।
[ad_2]