[ad_1]
চলতি মাসের ২৭ তারিখ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সবার প্রথমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ হাসান আলীর। এছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার লিগের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের দল দিয়েছে দেশটি।
পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘যেখানে পরিবর্তন প্রয়োজন শুধু সেখানেই আমরা পরিবর্তন করেছি। আমাদের কাছে দুটি প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। কোচ ও অধিনায়কের সাথে আলোচনা করে আমরা সম্ভাব্য সেরা দলটাই বেছে নিয়েছি।’
পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দহানি ও উসমান কাদির।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দহানি ও জাহিদ মেহমুদ।
[ad_2]