[ad_1]
লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে বর্তমানে ভারত সফরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মিচেল জনসন। তবে সাবেকদের লিগে খেলতে এসে নতুন এক অভিজ্ঞতা হলো এই বাঁহাতি পেসারের। তার হোটেল ঘরে বেরিয়ে পড়ল একটি সাপ।
ইতোমধ্যে সেই সাপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জনসন। তিনি জানতে চেয়েছেন, সাপটি কোন প্রজাতির!
ইনস্টাগ্রামে সাপের ছবি দিয়ে জনসন লিখেন, ‘কেউ বলতে পারবে এটি কোন প্রজাতির সাপ? আমার ঘরের মেঝেতে দেখতে পেলাম।’
ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন জনসন। কলকাতায় খেলে তার দল লখনৌ গিয়েছে। তবে সাপটি কলকাতা না লখনৌর হোটেলে দেখা গেছে সেটি জানাননি জনসন। কিন্তু ছবিটি যেহেতু সোমবার প্রকাশ করেছেন তাই লখনৌর হোটেল হওয়ার সম্ভাবনা বেশি।
[ad_2]