[ad_1]
আগামী রবিবার ফের ২২ গজে হাইভোল্টেজ লড়াই। আরও একবার খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। চলতি এশিয়া কাপের সুপার ফোরে এই দুই দলের লড়াই উপভোগ করবেন দুই দেশের ক্রিকেট সমর্থকেরা।
ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তান ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে। এবার সেই আগুনেই ঘৃতাহুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেছেন যে রবিবারের ম্যাচে তাঁরা ভারতকে নয়, বরং পাকিস্তানকেই সাপোর্ট করবেন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
শনিবার চলতি এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে হংকং এবং পাকিস্তান মুখোমুখি খেলতে নেমেছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছিল। দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার মহম্মদ রিজওয়ান। তিনি ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৪১ বলে ৫৩ রান করেছেন ফখর জামানও। আর শেষবেলায় ১৫ বলে ৩৫ রানের একটা ঝোড়ো ইনিংস দলকে উপহার দিয়েছেন খুশদিল শাহ। এছাড়া হংকংয়ের বোলাররা ১৮ রান অতিরিক্ত দেন।
জবাবে হংকংয়ের ব্যাটাররা কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। অধিনায়ক নিজাকত খান সবথেকে বেশি রান করেন। আর সেটাও মাত্র ৮! আর সেকারণেই হংকং ব্রিগেড মাত্র ৩৮ রানে অলআউট হয়ে যায়। পাক বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকার করেছেন শাদাব খান (৪)। এছাড়া তিনটে উইকেট নেন মহম্মদ নওয়াজ, জোড়া উইকেট শিকার করেছেন নাসিম শাহ এবং একটি উইকেট নিয়েছেন শাহনওয়াজ দাহানি।
পাকিস্তানের এই জয়ের পর এই সময় ডিজিটালের ফেসবুক পেজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে অনেকেই পাকিস্তান ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এরিক রোয়ান নামে এক ফেসবুক ইউজার লিখেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট ভক্তরা পাকিস্তানের পক্ষে থাকব। ভারত আমাদের শত্রু। ওদের কোনও সমর্থন নয়।’ তবে এটা কোনও ফেক আইডি কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
যাইহোক এই মন্তব্যটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা এমন মন্তব্য দেখার পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। আবার কিছু কিছু বাংলাদেশি ভক্তরা মনে প্রানে ভারত দল কেসাপোর্ট করবেন বলে জানিয়েছে এক বাংলাদেশি ভক্ত লিখেছেন পাকিস্তানকেই তেল নিয়ে আসতে বলিস ।, অরিন্দম নন্দী নামে একজন ভারতীয় ক্রিকেট দলের সমর্থক লিখেছেন, ‘এটা তো প্রত্যাশিতই ছিল। উলটোপালটা কিছু তো বলেনি। সেয়ানে সেয়ানে কোলাকুলি।’
রণদা বাউরি নামে অপর এক সমর্থক প্রশ্ন তুলেছেন, ‘বাংলাদেশকে সাহায্য করাই কি তাহলে ভুল ছিল ভারতের?’ রুদ্র রুদ্র মজুমদার নামে একজন ইউজার লিখেছেন, ‘অপেক্ষায় থাকবো ভারতের আরেকটা জয়ের জন্য।’ অন্যদিকে নাজমূল হুদা নাহিদ নামে একজন ইউজার লিখেছেন, ‘ভারত খুব ভালো খেলোয়াড়। ভারতের ব্যাটিং লাইন অসাধারণ। কিন্তু পাকিস্তানও খারাপ না। তবে ভারত জেতার সম্ভাবনা বেশি। ভারত জিতলেও বুক মাটিতে লেগে যাবে।’
[ad_2]