ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

‘মহারাজা, তোমারে সেলাম…..’ বিরাটের শতরানের উদ্বেল টুইটার করছে মহোৎসব

‘মহারাজা, তোমারে সেলাম…..’ বিরাটের শতরানের উদ্বেল টুইটার করছে মহোৎসব
Rate this post

[ad_1]

বেশ কিছুদিন ধরেই ফর্মে ছিলেন না। এশিয়া কাপে রান পেলেও, চেনা ছন্দে যেন কিছুতেই দেখা যাচ্ছিল না। অবশেষে বিধ্বংসী মেজাজে ফিরলেন বিরাট। এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে কোহলি আজ টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৫৩ বলে।

ফরস্বরূপ ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। আফগান পেসার ফরিদ আহমেদকে পরপর দুই বলে চার এবং ছক্কা মেরে সেটি করে দেখান প্রাক্তন ভারত অধিনায়ক।

এ দিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। রোহিত শর্মার বদলে অধিনায়ক হওয়া কেএল রাহুলের সঙ্গে এ দিন ওপেনিং করে বিরাট। দুজনেই শুরু থেকে হাত খুলে খেলেন। পাওয়ারপ্লেতে আসে ৫২ রান। ৩২ বলে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি পূরণ করেন কোহলি।

আর লোকেশ রাহুল ফিফটি করেন ৩৬ বলে। ১৩তম ওভারে ফরিদ আহমেদ এই জুটি ভাঙেন। ৪১ বলে ৬ চার ২ ছক্কায় ৬২ রান করে ফেরেন রাহুল।

এরপর সূর্যকুমার যাদব এসে ফরিদ আহমেদকে একটি ছক্কা মেরে পরের বলেই বোল্ড হয়ে যান। দারুণ খেলছিলেন কোহলি। ১৯তম ওভারে আফগান পেসার ফরিদ আহমেদকে পরপর দুই বলে চার এবং ছক্কা মেরে ৫৩ বলে টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কোহলি।

দেখুন টুইট চিত্র:

[ad_2]

Leave a Reply