ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মা’কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
Rate this post

[ad_1]

মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, সেলিব্রেটিদের নানান রকম কীর্তিকলাপ থেকে শুরু করে নতুন নতুন প্রজন্মদের একটা প্রতিভার প্রকাশ করার অন্যতম প্লাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া।

মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

এর মাধ্যমে সাধারন থেকে অতি সাধারণ, যাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা খুব সহজেই উঠে আসে সকলের মধ্যে।

আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল।

মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
মা'কে কবিতা বলে শোনাচ্ছে খুদে ইউভান! অবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়।

সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তাই তো মাঝে মধ্যেই নেট দুনিয়ায় উঠে আসে তাদের সমস্ত ভিডিও,ছবি,যা অনায়াসে দর্শকদের মন কেড়ে নেয়।তারা সেগুলো বেশ ভালোই উপভোগ করেন।

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। যদিও অনেকেই মনে করে থাকেন রাজ চক্রবর্তীকে বিয়ে করার পরই জনপ্রিয়তা অর্জন করেছেন শুভশ্রী। কিন্তু এটি একেবারেই ভুল।। কারণ বিগত প্রায় কয়েক বছর ধরে একাধিক সুপারহিট চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। প্রথম জীবনে অভিনেতা দেবের সাথে প্রেম সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়।

এরপর ২০১৫ সালে অভিমান চলচ্চিত্রের শ্যুটিং চলাকালীন রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক শুরু হয় শুভশ্রীর। এরপর দিন কয়েকের মধ্যেই বাগদান পর্ব সমাপ্ত হওয়ার পর গাঁটছড়া বাঁধেন তারা। বেশ জাঁকজমক সহকারে এই তারকা দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ রাজ-শুভশ দুজনেই। নিয়মিত বিভিন্ন ফটো এবং ভিডিও শেয়ার করে থাকেন তারা।

গতবছর লকডাউন চলাকালীন সেপ্টেম্বর মাসে ছেলে ইউভান এর জন্মের পর এই ছবি এবং ভিডিও আপলোডের সংখ্যা যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। মাত্র দেড় বছর বয়স হলেও সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা কম নয় এই তারকা দম্পতির একমাত্র সন্তান ইউভানের। তার যে কোন ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যেই ইন্টার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে। করোনা আবহে গর্ভবতী হয়েছিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী। এই ভিডিওতে তাদের ছেলে ইউভানকে বিছানায় পাশে দাড়িয়ে মায়ের সাথে কবিতা পড়তে দেখা যাচ্ছে। ইউভানকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আনন্দ দিতে দেখে দর্শকরাও খুব আনন্দিত হয়েছে। আর এই ভিডিও ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন, শুভশ্রী গাঙ্গুলী। আর তারই এমন কীর্তি দেখে, ইউভান ভক্তরা খুবই খুশি হয়েছেন। বর্তমানে ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে।

ভিডিওটি বর্তমানে ইউটিউবে রয়েছে। ভাইরাল এই ভিডিওটি MRtv Bangali নামের একটি চ্যানেল থেকে দেখা যাবে। মাত্র কয় দিন আগে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নিয়েছে ৭৬ হাজারেরও মানুষ এবং ১ হাজার এর বেশি মানুষ লাইক করেছে। বহু মানুষ ভিডিওটি শেয়ার করে আরো দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। আপনার গিয়ে ভিডিওটি দেখুন চটজলদি !

[ad_2]

Leave a Reply