[ad_1]
ঋষভ পন্থ এখনও পর্যন্ত ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর রান ১,৯২০। তাঁর গড় ৪০.৮৫। একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্টে শতরান করার কৃতিত্ব রয়েছে পন্থের।
ভারতীয় ক্রিকেট দল ও দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে, পন্থ যদি ১০০টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান, তাহলে ক্রিকেটের ইতিহাসে চিরতরে স্থান পেয়ে যাবেন।
একটি সাক্ষাৎকারে সেহওয়াগ বলেছেন, “ও (পন্থ) যদি ১০০টির বেশি টেস্ট ম্যাচ খেলে, তাহলে ওর নাম বরাবরের জন্য ইতিহাস বইয়ে স্থান পেয়ে যাবে। মাত্র ১১ জন ভারতীয় ক্রিকেটার এই গৌরব অর্জন করেছেন। সবাই সেই ১১ জনের নাম মনে রেখেছেন।”
পন্থ এখনও পর্যন্ত ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর রান ১,৯২০। তাঁর গড় ৪০.৮৫। একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্টে শতরান করার কৃতিত্ব রয়েছে পন্থের।
তিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল এই বাঁ হাতি ব্যাটারের। এই সিরিজ তাঁর কেরিয়ারে সবচেয়ে স্মরণীয়।
অতীতে বারবার দায়সারা শট খেলে উইকেট ছুড়ে দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হলেও, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতানোর পর থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন পন্থ। সিডনিতে চাপের মুখে ৯৭ রান করে তিনি ম্যাচ বাঁচিয়ে দেন।
এরপর গাব্বায় ৮৯ রান করে অপরাজিত থেকে তিনি ভারতীয় দলকে সিরিজ জেতান। এই দু’টি ইনিংস তাঁর জীবনের অন্যতম সেরা। এরপর থেকেই ঋদ্ধিমান সাহার বদলে টেস্টেও ভারতের এক নম্বর উইকেটকিপার হয়ে উঠেছেন পন্থ।
আইপিএল শেষ হওয়ার পরেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ডে একটি টেস্ট এবং তিনটি করে টি-২০, ওডিআই খেলবে ভারতীয় দল। আয়ারল্যান্ডে দু’টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এই সফরে ভারতীয় দলের অন্যতম ভরসা পন্থ।
দিল্লিরই প্রাক্তন ক্রিকেটার সেহওয়াগ বিস্ফোরক ওপেনার ছিলেন। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৩০০ রান করেন। ২০০৪ সালে পাকিস্তান সফরে মুলতান টেস্টে তিনি ৩০৯ রান করেন। এরপর ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন তিনি।
এই ইনিংসে ২৭৮ বলে ৩০০ পূর্ণ করেন সেহওয়াগ, যা টেস্টের ইতিহাসে দ্রুততম ত্রিশতরান। টেস্টে আরও একাধিক ত্রিশতরানের মালিক হতে পারতেন তিনি, কিন্তু অল্পের জন্য সেই সুযোগ হারান। পন্থ সাফল্যের বিচারে সেহওয়াগের কাছাকাছি পৌঁছতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে স্বয়ং সেহওয়াগ আশাবাদী।
[ad_2]