ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাতের আকাশে সূর্যের তেজ! ব্যাকরণের বাইরের শটে তাণ্ডব ৩৬০ ডিগ্রি খ্যাত সূর্যকুমারের, কুর্নিশ করলেন কোহলি!!

রাতের আকাশে সূর্যের তেজ! ব্যাকরণের বাইরের শটে তাণ্ডব ৩৬০ ডিগ্রি খ্যাত সূর্যকুমারের, কুর্নিশ করলেন কোহলি!!
Rate this post

[ad_1]

২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস। ছ’টি চার এবং ছ’টি ছয়। ব্যাট হাতে হংকংয়ের বিরুদ্ধে কার্যত তাণ্ডব চালালেন সূর্যকুমার যাদব। তাঁর এই আগ্রাসনের ব্যাখ্যা ক্রিকেট ব্যকরণে খুঁজতে গেলে ভুলই হবে।

মাঠের চার দিকে শট খেলেছেন। অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের বলকে অবলীলায় পাঠিয়েছেন লেগ সাইডের গ্যালারিতে। হংকংয়ের বোলাররা বুঝতেই পারছিলেন না,

হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে কোহলিকে ছাড়িয়ে গেছেন ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার সূর্যকুমার যাদব। তাইতো ইনিংস খেলে সূর্যকুমারকে মাঠেই কুর্নিশ করলেন কিং কোহলি।

কোথায় বল ফেললে সূর্যকুমারের আগ্রাসনে বাধ দেওয়া যাবে। কী ভাবে সম্ভব এমন ব্যাটিং! ইনিংসের বিরতিতে নিজেই রহস্য উন্মোচন করেছেন সূর্যকুমার।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলেছেন, ‘‘এমন ধরনের শট কখনও অনুশীলন করিনি। ছোট বেলায় বন্ধুদের সঙ্গে রাবারের বলে ক্রিকেট খেলতাম। তখন এ রকম শট খেলতাম। ছোট বেলার ক্রিকেট থেকেই এই শটগুলো তুলে এনেছি।

উইকেট একটু মন্থর ছিল শুরুতে। ব্যাট করতে যাওয়ার আগে রোহিত শর্মা এবং ঋষভ পন্থের সঙ্গে কথা বলেছিলাম। ওদের বলেছিলাম রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করব। ১৭০-১৭৫ রান তোলার চেষ্টা করব।’’



[ad_2]

Leave a Reply