ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রোহিত-কোহলিকে পাত্তা দিচ্ছে না পাক শিবির, গোপণ রাখলেরন তাদের মূল টার্গেট এই ২ ক্রিকেটারকে নিয়ে

রোহিত-কোহলিকে পাত্তা দিচ্ছে না পাক শিবির, গোপণ রাখলেরন তাদের মূল টার্গেট এই ২ ক্রিকেটারকে নিয়ে
Rate this post

[ad_1]

একটা সময় ছিল রোহিত শর্মা, বিরাট কোহলির নাম শুনলেই পাক বোলারদের হৃদকম্পন বেড়ে যেত। এই দুই তারকা পাকিস্তানের বিরুদ্ধে নেহাত কম রান করেননি। কিন্তু সময় বদলেছে। দুই তারকার কেউই আর নিজেদের সেরা ফর্মে নেই।

আর পাকিস্তানও রোহিত-কোহলিকে পাত্তা দিচ্ছে না। পাকিস্তানি বোলাররা আর এখ ভারতের দুই হেভিওয়েটকে সেভাবে পাত্তা দিচ্ছে না। তাদের চিন্তা বরং অন্য দুইজনকে নিয়ে। একজন সূর্যকুমার যাদব, আরেকজন হার্দিক পাণ্ডিয়া।

তাদের মূল চিন্তা যে শুধু হার্দিক আর সূর্য, সেটা গোপন রাখছে না পাক শিবির। পাক পেসার হরিশ রাউফ বলেই দিচ্ছেন, রবিবাসরীয় দুবাইয়ে যত দ্রুত সম্ভব সূর্যকুমার যাদবআর হার্দিক পাণ্ডিয়াকে আউট করাই তাদের লক্ষ্য। আসলে হংকংয়ের বিরুদ্ধে ভারতের গত ম্যাচে বড় ফর্মের পরিচয় দিয়েছেন সূর্যকুমার।

আজ ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’ তেমন আর একটা ইনিংস খেললে পাকিস্তানের পুনরায় হার অনিবার্য। রউফ বলছিলেন, “আমরা জানি, সূর্য আর হার্দিক ক্রিজে থেকে গেলে কী হতে পারে। ওরা দু’জনেই দুর্ধর্ষ ক্রিকেটার। তাই আমাদের টার্গেট থাকবে ওদের তাড়াতাড়ি আউট করা।”

[ad_2]

Leave a Reply