ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

লেজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজাসের থেকে সরে দাঁড়ালেন সৌরভ, অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন এই ক্রিকেটার

লেজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজাসের থেকে সরে দাঁড়ালেন সৌরভ, অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন এই ক্রিকেটার
Rate this post

[ad_1]

লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচ খেলা হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তী উপলক্ষে আয়োজিত সেই ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের মুখোমুখি হবে ওয়ার্ল্ড জায়ান্টস।

সেই বিশেষ প্রদর্শনী ম্যাচটিতেই মাঠে নামার কথা ছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের। শুধু মাঠে নামা নয়, ইয়ন মর্গ্যানের দলের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। শেষ পর্যন্ত বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচটি থেকে নিজেকে সরিয়ে নেন।

আয়োজকদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি এই ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে জানিয়ে দেন সৌরভ। কারণ হিসেবে ক্রিকেট প্রশাসক হিসেবে নিজের পেশাগত দায়বদ্ধতার কথাই উল্লেখ করেছেন তিনি।

যদিও টুর্নামেন্টের সাফল্য কামনা করে প্রাক্তন ক্রিকেটারদের ফের মাঠে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহারাজ। সেই সঙ্গে টুর্নামেন্টে মাঠে নামতে চলা প্রাক্তন তারকাদের শুভকামনাও জানিয়েছেন তিনি।

নিজের চিঠিতে সৌরভ লেখেন, ‘লেজেন্ডস লিগ ক্রিকেটের উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই। অবসর নেওয়া ক্রিকেটারদের মাঠে ফেরানো এবং সব প্রজন্মের অনুরাগীদের সঙ্গে তাঁদের সংযোগ সাধনের ভাবনাটা দুর্দান্ত। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি ম্যাচে আমাকে খেলার আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।’

বোর্ড সভাপতি আরও লেখেন, ‘যদিও পেশাগত দায়বদ্ধতা এবং ক্রিকেট প্রশাসক হিসেবে চূড়ান্ত ব্যস্ততার জন্য আমি এই ম্যাচটিতে মাঠে নামতে পারব না। আমি নিশ্চিত অনুরাগীরা লেজেন্ডস লিগ ক্রিকেটের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে এবং প্রচুর সংখ্যায় ভিড় জমাবে স্টেডিয়ামে।’

সৌরভ সরে দাঁড়ানোয় নিশ্চিতভাবেই বিশেষ প্রদর্শনী ম্যাচটির আকর্ষণ কমল। তাঁর অনুপস্থিতিতে ইন্ডিয়া মহারাজাসের জন্য নতুন ক্যাপ্টেন বেছে নিতে হবে আয়োজকদের।

তবে জল্পনা তুঙ্গে যে লেজেন্ডস লিগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে সরিয়ে নেওয়ায় ইন্ডিয়া মহারাজাসের নতুন অধিনায়ক হওয়ার দোরে সবার থেকে এগিয়ে ভিরেন্দর শেবাগ। অনেকের মতে ভিরেন্দর শেবাগই একমাত্র ক্রিকেটার যে দাদার পরে এই লিগে ইন্ডিয়া মহারাজাসের দায়িত্ব নিতে পারেন এবং এক মাত্র যোগ্য ব্যক্তি তিনিই।
ওয়ার্ল জায়ান্টস স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মর্তুজা, আসগর আফগান, মিচেল জনসন ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন ও দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।

ওয়ার্ল জায়ান্টস স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মর্তুজা, আসগর আফগান, মিচেল জনসন ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন ও দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।

ইন্ডিয়া মহারাজাস স্কোয়াড

ভিরেন্দর শেবাগ (অধিনায়ক), মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রিমানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শ্রীশান্ত, হরভজন সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দর শর্মা ও রিতিন্দার সিং সোধি।

[ad_2]

Leave a Reply