[ad_1]
দশেরা উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান ভারতের জোরে বোলার। সেই নিয়েও তাঁকে কটাক্ষের মুখে পড়তে হল।
মাঠে যতই ভাল খেলুন, মাঠের বাইরে বার বার এক শ্রেণির মানুষের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে মহম্মদ শামিকে।
আলোচনায় চলে আসছে শামির ধর্ম। দশেরা উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান ভারতের জোরে বোলার। সেই নিয়েও তাঁকে কটাক্ষের মুখে পড়তে হল। তবে শামি পাশে পেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে।
দশেরার দিন নেটমাধ্যমে ভক্ত-সমর্থকদের সুস্বাস্থ্য কামনা করে তাঁদের শুভেচ্ছা জানান শামি। তার পরেই শুরু হয়ে যায় আক্রমণ। কেন মুসলমান হয়ে হিন্দুদের উৎসবে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, তা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন এক শ্রেণির মানুষ। শামি অবশ্য কোনওটিরই উত্তর দেননি। ঘটনার কড়া সমালোচনা করেছেন অনুরাগ।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন, “দশেরা সবার উৎসব। সবাই এতে শামিল হতে পারে। ভারতীয় ক্রিকেটাররাও এই উৎসব পালন করছে। তা হলে শামিকে নিয়ে সমস্যা কোথায়? যারা এর বিরোধিতা করছে তারা দেশকে ভাগ করতে চায়। তবে আমাদের কাজ গোটা দেশকে ঐক্যবদ্ধ রাখা এবং একসঙ্গে সব উৎসবে মেতে ওঠা।”
প্রসঙ্গত, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেও তীব্র কটাক্ষের সামনে পড়েছিলেন শামি। সে বার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি।
On the happy occasion of Dussehra, I pray that Lord Ram fills your life with lots of happiness, prosperity, and success. Happy Dussehra to you and your family. #mdshami11 #Dussehra pic.twitter.com/wsFk7M1Gj5
— Mohammad Shami (@MdShami11) October 5, 2022
[ad_2]