[ad_1]
যথারীতি লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দিলশান মদুশঙ্কা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন লোকেশ রাহুল। প্রথম ওভারে ২টি ওয়াইড বল করেন মদুশঙ্কা।
১.৪ ওভারে মাহিল থিকসানার বলে স্টেপ-আউট করে চার মারেন লোকেশ রাহুল। ঠিক তার পরের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। আম্পায়ার আউট দেওয়ার পরে ভারত রিভিউ নেয়। তবে ডিআরএসের পরে আম্পায়ার্স করে রাহুলকে আউট ঘোষণা করা হয়। বল লাগছিল লেগ-স্টাম্পের একেবারে বাইরের দিকে। রাহুল ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
২.৪ ওভারে দিলশান মদুশঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি কোহলি। আড়াআড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কোহলি। ভারত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৫ রান। রোহিত ৪ ও সূর্যকুমার ২ রানে ব্যাট করছেন।
পঞ্চম ওভারে বল করতে আসেন অসিথা ফার্নান্ডো। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় ও চার মারেন রোহিত। ওভারে মোট ১৪ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ২ উইকেটে ৪৪ রান তুলেছে। থিকসানার ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় বলে তার মারেন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৯ রান সংগ্রহ করেছেন। যাদব ৬ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লের ঠিক পরেই বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর প্রথম ওভারে ভারত ৫ রান সংগ্রহ করে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৪৯ রান। রোহিত ৩৩ রানে ব্যাট করছেন। অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। করুণারত্নের ওভারে ৫ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ৫৪ রান। রোহিত শর্মা ৩৭ রানে ব্যাট করছেন। সূর্যকুমার যাদব ৮ রানে নট-আউট রয়েছেন।
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। করুণারত্নের ওভারে ৫ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ৫৪ রান। রোহিত শর্মা ৩৭ রানে ব্যাট করছেন। সূর্যকুমার যাদব ৮ রানে নট-আউট রয়েছেন।
৮.৪ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন দাসুন শানাকা। শরীর ছুঁড়ে বলে হাত লাগালেও ধরতে পারেননি শ্রীলঙ্কা দলনায়ক। ব্যক্তিগত ৪০ রানে জীবনদান পান হিটম্যান। ওভারের পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৫ রান। রোহিত ব্যাট করছেন ৪১ রানে। সূর্যকুমারের সংগ্রহ ১৫ রান।
দশম ওভারে ফার্নান্ডোর প্রথম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে অর্ধশতরান করেন হিটম্যান। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। রোহিত ৫৩ রানে ব্যাট করছেন। সূর্যকুমার ১৭ রানে অপরাজিত রয়েছেন।
১১তম ওভারে ১২ রান সংগ্রহ করে ভারত। মদুশঙ্কার ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। রোহিত ৩৫ বলে ৫৫ রান করেছেন। সূর্যকুমার ২০ বলে ২৭ রান সংগ্রহ করেছেন। ভারতের স্কোর ২ উইকেটে ৯১ রান।
১২.২ ওভারে করুণারত্নের বলে ছক্কা মারতে গিয়ে নিশঙ্কার হাতে ধরা পড়ে যান রোহিত শর্মা। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত ১১০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ওভারে মাত্র ৩ রান ওঠে।
১৫তম ওভারে প্রথমবার বল করতে আসেন শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা। দ্বিতীয় বলেই তিনি তুলে নেন সেট ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের উইকেট। ধীর গতির শর্ট বলে আপারকাট করার চেষ্টা করেন যাদব। বলে গতি ছিল না বলেই শর্ট থার্ডম্যানে থিকসানা সহজ ক্যাচ ধরেন। সূর্যকুমার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন। ভারত দলগত ১১৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।
১৭.১ ওভারে দাসুন শানাকার বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইনে নিশঙ্কার হাতে ধরা পড়েন হার্দিক। ১৮তম ওভারে শানাকার চতুর্থ বলে সূর্যকুমারের মতোই আপার কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানের হাতে ধরা পড়েন দীপক হুডা। তবে যেহেতু ওভারের দ্বিতীয় শর্ট বল ছিল সেটি, তাই তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখার পরে সেটিকে নো-বল ঘোষণা করেন। ফলে আউট হয়েও বেঁচে যান হুডা। ৪টি অতিরিক্ত বল-সহ ১০ বলের ওভারে ১টি উইকেট পড়লেও ১৭ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান।
জীবনদান পেয়েও নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারলেন না দীপক হুডা। ১৮.১ ওভারে মদুশঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। স্লগ ওভারে একের পর এক উইকেট তুলছে শ্রীলঙ্কা। ১৯.৩ ওভারে করুণারত্নের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ভুবনেশ্বর কুমার। ২ বলে কোনও রান করতে পারেননি ভুবি। ভারত ১৬৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং।
প্রতিবেদনটি লেখার সময় সর্বশেষ স্কোরঃ ৮ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৭৩ রান ।
[ad_2]