[ad_1]
চলতি বছরে সাত জন ক্রিকেটার ভারত এর হিসাবে অধিনায়কত্ব করেছেন। এতটা রদবদল এর আগে কখনো দেখা যায়নি ইন্ডিয়ান ক্রিকেট টিম এ। পর পর সাত জন ভারতের হয়ে অধিনায়কত্ব করায় দলের বেশ কিছু সমস্যা হয়েছে। প্রায় প্রতি সিরিজেই এক এক জন নতুন নতুন অধিনায়ক কে দেখা যাচ্ছে।
আজকে দলকে এ উপস্থাপন করলে তাকে আর পরে অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে না। বিরাট কোহলি, শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান এরা প্রত্যেকেই ভারত কে অধিনায়কত্ব করেন। বার বার এই অধিনায়ক বদলের ক্ষতি হতে পারে। একই সুরে কথা বললেন রশিদ লাতিফিও। এ – ও জানিয়েছেন, সৌরভ ও ধোনির মতো অধিনায়ক এখন ভারতের দরকার।
নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেছেন, ” প্রত্যেকে বিকল্পের কথা বলে। তবে এখন ভারতের হাতে সাত জন বিকল্প অধিনায়ক আছে । এই প্রথম ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা দেখেছি। বিরাট কোহলি , রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান, হার্দিক,রিশাভ, বুমরা অধিনায়ক হয়েছে। ১৯৯০ এর দশকে পাকিস্তান যে ভুল করেছিল ভারত ও তাই করছে। “।
এত বার বার অধিনায়ক বদলানোর কারণে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে দলে। তাছাড়া কোনো অধিনায়ক এখনো ভালো সাফল্য পায় নি।
[ad_2]