ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্টুয়ার্ট বিনি- ইউসুফ পাঠানের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিন আফ্রিকা কিংবদন্তীদের পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত

স্টুয়ার্ট বিনি- ইউসুফ পাঠানের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিন আফ্রিকা কিংবদন্তীদের পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত
Rate this post

[ad_1]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বটে, তবে সাম্প্রতিক অতীতের মহাতারকাদের ব্যাটিং-বোলিং স্কিলে যে মরচে পড়েনি, তার প্রমাণ মিলতে চলেছে আরও একবার। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আরও বড় আকারে আত্মপ্রকাশ করছে এবার। উদ্বোধনী ম্যাচে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি জন্টি রোডসের সাউথ আফ্রিকা লেজেন্ডস।

সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে টস জিতে ইন্ডিয়া লেজেন্ডস। টস জিতে সচিন তেন্ডুলকর শুরুতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন।

যথা রিতি নমন ওঝাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সচিন তেন্ডুলকর। বোলিং শুরু করেন গার্নেট। শুরুতেই ওয়াইড বল হয়। চতুর্থ বলে চার মারেন নমন। শেষ বলে ফের চার মারেন ওঝা। প্রথম ওভারে ৯ রান ওঠে।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জোহান বোথা।সেই ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২২ রান।২.৪ ওভারে গার্নেটের বলে সচিনের ক্যাচ মিস হয়। জীবনদান পেয়ে যান তেন্ডুলকর। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২৭ রান।

৪র্থ ওভার বল করতে আসেন এনটিনি।সেই ওভারে শচিন ও নোমান মিলে নেয় ১১ রান।৪ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৩৮ রান। পঞ্চম ওভারে জোহান ভ্যান ডারের তৃতীয় বলে চার মারেন সচিন। তবে ওভারের পঞ্চম বলে তাঁর ক্যাচ ছাড়েন পুটিক।৫ম ওভারে আসে ৬ রান।

৫.২ ওভারে এনতিনির বলে বোথার হাতে ধরা পড়েন সচিন তেন্ডুলকর। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন মাস্টার ব্লাস্টার। ইন্ডিয়া লেজেন্ডস ৪৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরাশ রায়না। পাওয়ার প্লের ৬ ওভারে ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান।

৬.১ ওভারে জোহান ভ্যান ডারের বলে পয়েন্টে জন্টি রোডসের হাতে ধরা দেন নমন ওঝা। ১৮ বলে ২১ রান করে মাঠ ছাড়েন ওঝা। ইন্ডিয়া লেজেন্ডস ৫২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টুয়ার্ট বিনি। ৭ ওভারে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৬০ রান।

৮ম ওভারে পিটারসেনের পঞ্চম বলে চার মারেন রায়না। ওভারে মোট ৮ রান ওটে। ৯ম ওভারে আশে ৯ রান। ১০ম ওভারে আশে ৮ রান।১০ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর দাড়ায় ২ উইকেটে ৮৫ রান। ১২ তম ওভারে ১০০ টপকাল ইন্ডিয়া লেজেন্ডস।

১২.৩ ওভারে এডির বলে ভ্যান ডার ওয়াথের হাতে ধরা পড়ে যান রায়না। ২২ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন সুরেশ। ইন্ডিয়া লেজেন্ডস ১১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুবরাজ সিং। ১৩ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১১৮ রান।

১৫তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে বোথার হাতে ধরা পড়ে যান যুবি। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ইন্ডিয়া লেজেন্ডস ১২৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান।

১৫তম ওভারে যুবরাজের উইকেট পেলেও ৬টি ওয়াইড বল করেন ভ্য়ান ডা। ১টি চার মারেন বিনি। ওয়াইড মিলিয়ে ১২ বলের ওভারে মোট ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৮ রান।৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিনি।

১৮তম ওভারে এনতিনির বলে জোড়া ছক্কা হাঁকান স্টুয়ার্ট বিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৮২ রান। তখন বিনি ৩৮ বলে ৭৯ রান করেন। ১৯ তম ওভারে ২টি ছক্কায় ১৭ রান নেয় ইউসুফ পাঠান।শেষ ওভারে এনতিনির বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ইউসুফ।ইউসুফ পাঠান ১৫ বলে ৩৫ রান ও স্টুয়ার্ট বিনি ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। আর তাতে ইন্ডিয়ার স্কোর দাড়ায় ২১৭/৪(২০)

[ad_2]

Leave a Reply