ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

হংকংয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান, দেখে নিন একাদশ

হংকংয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান, দেখে নিন একাদশ
Rate this post

[ad_1]

এশিয়া কাপের চলতি ১৫তম আসরের ষষ্ঠ ম্যাচে হংকংয়ের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হওয়া ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং।

পাকিস্তান ও হংকং নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত ফাইনাল’র মতো।

আজকের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি বি গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ পাবে। এই গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে রেকর্ড সাত আসরের চ্যাম্পিয়ন ভারত।

পাকিস্তান যদি হংকংকে হারাতে পারে তাহলে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ফের দেখা হবে বাবর আজমদের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

কিন্তু আজ যদি পাকিস্তান হেরে যায় তাহলে আসর থেকেই ছিটকে পড়বে।

পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): মোহাম্মদ রিজওয়ান (ডাব্লু), বাবর আজম (সি), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি

হংকং (প্লেয়িং ইলেভেন): নিজাকত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, জিশান আলী, স্কট ম্যাককেনি (ডব্লিউ), হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফার

[ad_2]

Leave a Reply