[ad_1]
একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে চলতি বছর IPL টুর্নামেন্টের পর থেকে হার্দিক কিন্তু নিজেকে একেবারে বদলে ফেলেছেন। সম্প্রতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল সুপার ফোর রাউন্ডে ব্যর্থ হলেও হার্দিকের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট নজর কেড়েছে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচে তিনি ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করার করার পাশাপাশি তিনি বল হাতেও ২৪ রানে তিনটে উইকেট শিকার করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ আপাতত অতীত। এবার মিশন দক্ষিণ আফ্রিকা। আগামী ২৮ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।
কিন্তু, এই দলে নাকি নেই হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা। দীপক তো না হয় চোটের কারণে এই সিরিজ খেলতে পারবেন না। কিন্তু, হার্দিকের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে হার্দিক এবং দীপকের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে আসতে চলেছেন শাহবাদ আহমেদ এবং শ্রেয়স আইয়ার। যদিও এই ব্যাপারে BCCI-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে দলের ফিনিশার হিসেবে কাজ করেছেন। হার্দিক মাত্র ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন তিনি।
একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে চলতি বছর IPL টুর্নামেন্টের পর থেকে হার্দিক কিন্তু নিজেকে একেবারে বদলে ফেলেছেন। সম্প্রতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল সুপার ফোর রাউন্ডে ব্যর্থ হলেও হার্দিকের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট নজর কেড়েছে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচে তিনি ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করার করার পাশাপাশি তিনি বল হাতেও ২৪ রানে তিনটে উইকেট শিকার করেছিলেন।
এই প্রসঙ্গে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করার পর থেকে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক হিসেবে নির্বাচন হওয়া পর্যন্ত হার্দিক পান্ডিয়া দেশের হয়ে ৫৪ টি২০ ম্যাচ, ৬৩টি একদিনের ম্যাচ এবং ১১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
তিনটে ফরম্যাট মিলিয়ে ১০০ ইনিংসে তিনি মোট ২৩৭১ রান করেছিলেন। ব্যাটিং গড় ২৮.৫৬। পাশাপাশি তিনি ১১৬টি উইকেটও শিকার করেছেন। বোলিং গড় ৩০।
IPL 2022 মরশুমের পর সাদা বলের ক্রিকেটে হার্দিক পান্ডিয়া মোট ২৯ ইনিংসে খেলেছেন। করেছেন ৯০১ রান। ব্যাটিং গড় ৪২.৯০। এই ব্যাটিং গড় যে কোনও টপ অর্ডার ব্যাটারকেই লজ্জায় ফেলে দিতে পারবে।
পাশাপাশি এই একই সময়ে তিনি ৭৯.৩ ওভারে মোট ২৫টি উইকেট শিকার করেছেন। অর্থাৎ প্রত্যেক তিন ওভার ছাড়া তিনি একটা করে উইকেট শিকার করেছেন। তাঁর বোলিং গড় ২২.৪। হার্দিক পান্ডিয়ার এই ২.০ ভার্সন যে আগামীদিনে ভারতকে বিশ্বকাপের মঞ্চে অক্সিজেন জোগাবে, তা নিয়ে সন্দেহ নেই।
[ad_2]