[ad_1]
আবারও একটা সিরিজ জয়। বুমরা, রোহিত, পন্থ, হার্দিকদের অনুপস্থিটিতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতলো শিখর ধাওয়ানের ভারত।
ওয়েস্ট ইন্ডিজের গড়া রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতে ক্যারিবিয়ান পেসারদের সামনে কিছুটা বেকায়দায় পড়লেও শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেলের অর্ধশতরানের দৌলতে ২ বল বাকি থাকতেই জয় পেল ভারত। ভারতের জার্সিতে প্রথমবার জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন।
শ্রেয়স আইয়ারের ধারাবাহিকতাও চোখে পড়ার মতো। শেষ ৮ ম্যাচে ৭ বার অর্ধশতরানের গন্ডি পার করলেন তিনি। ব্যাটে বলে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করলেন অক্ষর প্যাটেল।
পোর্ট অফ স্পেনের কুইন’স পার্কে এর আগে ৩০০-র বেশি রান তাড়া করে জেতেনি কোনও দল। সেই নজির গড়লেন শিখর ধবনরা।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নজির গড়ল ভারত। পোর্ট অফ স্পেনের কুইন’স পার্কে ৩৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন শিখর ধবনরা। সেই মাঠে এক দিনের ম্যাচে ৩০০-র বেশি রান তাড়া করে প্রথম কোনও দল জিতল।
কুইন’স পার্কে এর আগে ১৯৮৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৭২ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। গর্ডন গ্রিনিজ, রিচি রিচার্ডসনদের সেই রেকর্ড ভাঙলেন ধবনরা।
৩১২ রান তাড়া করে জিতলেন তাঁরা। ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। তিন ব্যাটারই অর্ধশতরান করলেন। শেষ দিকে নেমে ৩৫ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন অক্ষর।
ওয়েস্ট ইন্ডিজে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করার তালিকায় তিন নম্বরে রয়েছেন ধবনরা। ২০১৯ সালে বার্বাডোজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
সেটাই সে দেশে কোনও দলের সর্বাধিক রান তাড়া করে জেতা। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বার্বাডোজেই ৩১৯ রান তাড়া করে জিতেছিল তারা।
[ad_2]